১৬ জানুয়ারি ২০২৫, ০২ মাঘ ১৪৩১, ১৫ রজব ১৪৪৬
`

জাবিতে শিবিরের প্রকাশনা উৎসব : শিক্ষার্থীদের উপচে পড়া ভিড়

বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শাখার উদ্যোগে দিনব্যাপী ‘প্রকাশনা উৎসব-২০২৫’ - ছবি : নয়া দিগন্ত

বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শাখার উদ্যোগে দিনব্যাপী ‘প্রকাশনা উৎসব-২০২৫’ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকাল ৮টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে নতুন কলা ও মানবিক অনুষদের সামনে এ প্রকাশনা উৎসবের আয়োজন শুরু হয়। যা শেষ হবে বিকেল ৪টায়।

সরেজমিনে দেখা যায়, সকাল থেকেই শিক্ষার্থীদের উল্লেখযোগ্য উপস্থিতি ছিল। কেউ বই দেখছেন, আবার কেউ কিনছেন। শিবিরের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ে এই ধরনের আয়োজন এটাই প্রথম। উৎসবে বিভিন্ন শিক্ষক ও কর্মচারীদেরও বই কিনতে দেখা যায়। পাশাপাশি শিবিরের পরিচিতি ও কোরআন শরীফ শিক্ষার্থীদের উপহার দিচ্ছেন আয়োজকরা।

আয়োজকরা জানান, ‘প্রত্যেক বছরের শুরুতে সাধারণ শিক্ষার্থীদের উদ্দেশ্যে কিছু উদ্যোগ নেয়া হয়। আজকের এই প্রকাশনা উৎসব তারই একটি অংশ। উৎসবে আইসিএস-এর প্রকাশিত বিভিন্ন বাৎসরিক প্রকাশনার পাশাপাশি শিবিরের পরিচিতি, গঠনতন্ত্র ও মৌলিক বই প্রদর্শিত হয়। এছাড়া আত্মউন্নয়ন, নৈতিক শিক্ষা, উচ্চশিক্ষা সহায়ক এবং দেশী-বিদেশী বিখ্যাত লেখকদের বইয়ের সংগ্রহও রাখা হয়।’

তারা আরো জানান, ‘শিক্ষার্থীদের বিপুল সাড়া পেয়ে তারা অভিভূত। প্রায় লক্ষাধিক টাকার বই প্রদর্শিত হয় এবং ৬০% কমিশনে বিক্রি করা হয়। এছাড়া শিক্ষার্থীদের চাহিদা মেটাতে চলতি মাসের মধ্যেই আরেকটি প্রকাশনা উৎসব আয়োজনের পরিকল্পনা করা হচ্ছে।’

বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ৫৩তম ব্যাচের শিক্ষার্থী শেখ নাবিলা বিনতে হারুন বলেন, ‘এখানে থাকা বইগুলো কোরআন ও হাদিসের পাশাপাশি বাহ্যিকজ্ঞানের যোগান দেবে। এগুলো আমাদের আখিরাতের প্রস্তুতিতে সহায়ক ভূমিকা রাখবে।’

বিশ্ববিদ্যালয়ের ৪৯তম আবর্তনের শিক্ষার্থী রাইসা জামান বলেন, ‘শিবির আজকে যে প্রকাশনা উৎসবটা করেছে এখানে এসে নতুন কিছু বই পেয়েছি। আমি বই পড়ুয়া মানুষ। তাই নতুন দুটো বই কিনেছি। পরবর্তীতেও এমন প্রকাশনা উৎসব তারা আয়োজন করুক এটাই চাই।’

বিশ্ববিদ্যালয়ের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী নাফিস ইসলাম বলেন, ‘শিবির আজকে যে ভিন্নধর্মী প্রকাশনার আয়োজন করলো এটা নিঃসন্দেহে প্রশংসার দাবীদার। কাঙ্ক্ষিত সকল বই এখানে পেয়েছি। তারা এই আয়োজনগুলো চলমান রাখুক।’

বিশ্ববিদ্যালয় শাখা শিবির সদস্য শাফায়াত মীর বলেন, ‘বাংলাদেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোর মতো আমরাও আজকে এখানে প্রকাশনা উৎসব করলাম। যাতে করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ইসলামি শিক্ষা এবং ইসলামি মূল্যবোধ সম্পর্কে ধারণা পায়।’

তিনি বলেন, ‘৬০% ডিসকাউন্টে বইগুলো দিয়েছি যেন সবাই বইগুলো কিনতে পারে। সবগুলো বই শিবিরের নিজস্ব প্রকাশনী থেকে প্রকাশিত। শিবির সম্পর্কে সাধারণ শিক্ষার্থীদের ভ্রান্ত ধারণা দূর করবে এই আয়োজন। এছড়া প্রকৃত শিবিরকে যেন শিক্ষার্থীরা জানতে পারে, চিনতে পারে এবং শিবির যে একটা শিক্ষার্থীবান্ধব প্রকৃত দেশপ্রেমিক ছাত্র সংগঠন সেটা বোঝানোই এই আয়োজনের উদ্দেশ্য।’


আরো সংবাদ



premium cement
কমলনগরে ট্রাকচাপায় ব্র্যাককর্মী নিহত জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে বৈঠক শেষে যা বললেন বিএনপি নেতা সালাহউদ্দিন তামিম-সাব্বিরের উত্তপ্ত বাক্যবিনিময় ময়মনসিংহে মেডিক্যাল ভর্তির প্রশ্ন ফাঁসের প্রতারণার দায়ে কলেজছাত্র গ্রেফতার মেডিক্যাল ভর্তি পরীক্ষা শুক্রবার, যেসব সড়ক পরিহার করার অনুরোধ ডিএমপির দেহের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আ’লীগের পুনর্বাসন ঠেকাবো : হাসনাত আব্দুল্লাহ যুদ্ধবিরতি চুক্তি চূড়ান্ত হওয়ার দিনও গাজায় ৬২ জনকে হত্যা করল ইসরাইল বগুড়ায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত স্থানীয় নয়, সংসদীয় নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে : নজরুল ইসলাম ‘সংক্ষুব্ধ ছাত্র-জনতার’ মিছিলে পুলিশের লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ কিশোরগঞ্জে ভুয়া মানবাধিকার চক্রের ৯ সদস্য আটক

সকল