গাজীপুরে বিদেশি পিস্তল ও ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
- গাজীপুর মহানগর প্রতিনিধি
- ১৫ জানুয়ারি ২০২৫, ২১:৪৭, আপডেট: ১৫ জানুয়ারি ২০২৫, ২১:৪৮
গাজীপুরে বিদেশি পিস্তল ও ৪০০ ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে নগরীর পূবাইল থানা পুলিশ। গ্রেফতার মাদক কারবারির নাম নাদিম (৪৫)। তিনি নগরীর পূবাইল থানার ৪১ নম্বর ওয়ার্ডের পূবাইল সাপমারা এলাকার মৃত মতিউর রহমানের ছেলে।
বুধবার (১৫ জানুয়ারি) গাজীপুর মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ বিভাগের কনফারেন্স রুমে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ, অপরাধ) এন এম নাসিরুদ্দিন।
জিএমপি ডিসি নাসির উদ্দিন জানান, বুধবার (১৫ জানুয়ারি) রাত দেড়টায় পূবাইল থানার এসআই মারফত আলী সঙ্গীয় ফোর্সসহ টহল ডিউটিকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, আসামি নাদিম নিজ হেফাজতে মাদকদ্রব্য ও অস্ত্র রেখে পূবাইল থানাধীন হাড়ীবাড়িরটেক সাকিনস্থ তার বড় বোন ইলা মনির বাসায় অবস্থান করছেন। বিষয়টি তিনি তাৎক্ষনিক পূবাইল থানার অফিসার ইনচার্জকে জানালে তিনি সঙ্গীয় এসআই নাজমুল হক ও ফোর্সসহ ঘটনাস্থলে যান এবং রাত ২টায় ওই বাসায় তল্লাশি চালিয়ে আসামি নাদিমের হেফাজত থেকে ইতালির তৈরি একটি সচল পিস্তল উদ্ধার করেন। পিস্তলটির ম্যাগাজিনে এক রাউন্ড গুলি ভর্তি ছিলো।
এ সময় আসামি নাদিমের দেখানো মতে একটি ওয়ারড্রপের ভেতর থেকে ৪০০ পিচ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ ব্যাপারে পূবাইল থানায় নিয়মিত মামলা দায়ের করে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
পূবাইল থানার অফিসার ইনচার্জ শেখ মো. আমিরুল ইসলাম জানান, আসামি নাদিম একজন পেশাদার মাদক ও অস্ত্র কারবারী। তার বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিভিন্ন থানায় আরো একাধিক মামলা রয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা