সাভারে বকেয়া বেতনের দাবিতে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ
- সাভার (ঢাকা) সংবাদদাতা
- ১৫ জানুয়ারি ২০২৫, ২১:১৪, আপডেট: ১৫ জানুয়ারি ২০২৫, ২১:১৪
ঢাকার সাভারের বিরুলিয়া ইউনিয়নের ছোট কালিয়ারকৈর এলাকায় বুধবার (১৫ জানুয়ারি) সন্ধ্যার পর সামস ওয়াশিং লিঃ কারখানার শ্রমিকরা গত নভেম্বর ও ডিসেম্বর মাসের বেকেয়া বেতনের দাবিতে বিরুলিয়া সংযোগ সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করছে।
রাত সাড়ে ৮টায় শেষ খবর পাওয়া পর্যন্ত সংযোগ সড়কটি অবরোধ করে রেখেছে বলে নয়া দিগন্তকে জানান বিরুলিয়া ফাঁড়ি ইনচার্জ ও সাভার মডেল থানার (এসআই) মোঃ ওয়াজেদ আলী।
এ দিকে সড়কটি অবরোধ করার ফলে ছোট-বড় বিভিন্ন ধরনের যানবাহন আটকা পড়েছে। এতে যাত্রীদের ব্যাপক ভোগান্তি হচ্ছে।
স্থানীয় বিরুলিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ড মেম্বর মোহাম্মদ শরীফ বলেন, আমরা বিভিন্নভাবে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরে যাওয়ার অনুরোধ করেছি। কিন্তু তারা বকেয়া বেতন না পাওয়া পর্যন্ত সড়ক থেকে সরছে না।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা