১৫ জানুয়ারি ২০২৫, ০১ মাঘ ১৪৩১, ১৪ রজব ১৪৪৬
`

নবাবগঞ্জে অপহরণের তিন ঘণ্টা পর স্কুলছাত্র উদ্ধার, গ্রেফতার ৫

উদ্ধার করা আসামিরা - ছবি : নয়া দিগন্ত

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় স্কুলে যাবার পথে প্রতীক সরকার (১৩) নামে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রকে অপহরণের তিন ঘণ্টা পর উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৫ জানুয়ারি) দুপুর ১২টার দিকে দোহার থানার সীমান্ত এলাকার সাইনপুকুর তদন্ত কেন্দ্রের কাছ থেকে তাকে উদ্ধার করা হয়। এ ঘটনায় পাঁচ অপহরণকারীকে আটক করা হয়েছে।

প্রতীক সরকার বান্দুরা হলিক্রস উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র। সে উপজেলার নয়নশ্রী ইউনিয়নের ঘোষপাড়া এলাকার সঞ্জয় সরকারের ছেলে বলে জানা গেছে।

পুলিশ জানায়, ‘বুধবার সকাল ৯টার দিকে প্রতীক বাসা থেকে স্কুলের উদ্দেশে বের হলে রাস্তায় একটি নোহা প্রাইভেটকার থেকে তাকে ডাকা হয়। এ সময় ওই স্কুলছাত্র তাতে সাড়া দিলে অপহরণকারী চক্রের একজন প্রতীকের বাবার অবস্থান জানতে চায়। বাড়ি দেখিয়ে দেয়ার কথা বলে প্রতীককে তারা গাড়িতে তুলে নেয়।

এ সময় গাড়িটি নবাবগঞ্জ থেকে দোহার হয়ে শ্রীনগর মহাসড়কের দিকে যায়। নিয়ম অনুযায়ী সকাল ১০টার পরে স্কুল থেকে প্রতীকের অনুপস্থিতির কথা জানানো হয়। তখন প্রতীকের বাবা ও স্বজনরা বিষয়টি নবাবগঞ্জ থানা পুলিশকে জানায়। পুলিশ তাৎক্ষণিক বেতার বার্তায় পাশের থানাকে জানালে দোহার ও নবাবগঞ্জে প্রতিটি রাস্তায় চেকপোস্ট বসিয়ে গাড়ি তল্লাশি করে। দুপুর ১২টার দিকে দোহার থানার সীমান্ত এলাকায় সাইনপুকুর তদন্ত কেন্দ্রের কাছে গেলে ওই গাড়িটি আটকে দেয় পুলিশ। পরে গাড়ি থেকে হাত পা ও মুখ বাধা অবস্থায় স্কুলছাত্র প্রতীক সরকারকে উদ্ধার করে তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক সফিকুল ইসলাম সুমনসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এ সময় গাড়িতে থাকা পাঁচজনকে আট করা হয়।

আটক ব্যক্তিরা হলেন শরিয়তপুর জেলার নড়িয়ার পারভেজ আহমেদ (৪০), যাত্রবাড়ির মোক্তার হোসেন আকাশ (৩৯), মুন্সিগঞ্জের লৌজংয়ের আতিক হালাদার ওরফে আরিফ (৪৪), জুরাইন পশ্চিম ধোলাইপাড়ের জুম্মন খান (৪১) ও গাড়িচালক চাঁদপুরের মো: মিজান (৫৩)।

এ সময় উদ্ধার হওয়া স্কুলছাত্র প্রতীক সরকারসহ আটক পাঁচজনকে নবাবগঞ্জ থানায় হস্তানান্তর করা হয়েছে। প্রতীকের বাবা সঞ্জয় সরকার বলেন, ‘আমি থানায় আছি। পরে বিস্তারিত বলব।’

নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুমিনুল ইসলাম বলেন, ‘ভিকটিম উদ্ধার হয়েছে। অপহরণকারী চক্রের পাঁচজনকে থানায় আনা হয়েছে। ঢাকা জেলা পুলিশ সুপারের নির্দেশনা অনুযায়ী আইনিব্যবস্থা নেয়া হবে।


আরো সংবাদ



premium cement