ঘণ্টা চুক্তি ভাড়া নিয়ে কিশোর রিকশাচালককে হত্যা : গ্রেফতার ২
- ফরিদপুর প্রতিনিধি
- ১৫ জানুয়ারি ২০২৫, ১৪:১১
ফরিদপুরে রিকশার ব্যাটারি চুরির জন্য কিশোর রিকশাচালক হোসাইন ব্যাপারিকে হত্যা করা হয়। এ ঘটনায় জড়িত দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার সাথে জড়িত আরো একজন এখনো পলাতক।
বুধবার বেলা সাড়ে ১১টার দিকে জেলা পুলিশ কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান পুলিশ সুপার মো: আব্দুল জলিল। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ বিন কালাম, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান উপস্থিত ছিলেন।
গ্রেফতাররা হলেন শহরের ভাটি লক্ষ্মীপুর মহল্লার তুষার চৌধুরীর ছেলে তুফান চৌধুরী (২১) ও লক্ষ্মীপুর মহল্লার নুরু হাওলাদারের ছেলে আল আমীন (৩২)।
গত ৩ জানুয়ারি ভাটি লক্ষ্মীপুরের একটি মেহগনি বাগান থেকে হোসাইনের লাশ উদ্ধার করা হয়। নিহত হোসাইন চর টেপাখোলা মহল্লার মরহুম খোকা ব্যাপারীর ছেলে। মাত্র সপ্তাহখানেক আগে বাবা মারা যাওয়ার পরে আত্মীয়-স্বজনরা তাকে ওই রিকশাটি কিনে দেয়।
পুলিশ সুপার জানান, আগের দিন ২ জানুয়ারি আড়াইশো টাকা ঘণ্টা চুক্তিতে হোসাইনকে ভাড়া করে তুফান। এরপর বিভিন্নস্থানে ঘুরিয়ে রাত সাড়ে ৯টার দিকে ঘটনাস্থলে পৌঁছে হোসাইনের গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। এরপর লাশটি সেখানে ফেলে রিকশা নিয়ে বায়তুল আমানে সাবেক কমার্স কলেজের পেছনে নিয়ে ব্যাটারি খুলে আল আমিনের ভাঙারি দোকানে বিক্রি করে।
রিকশার চারটি ব্যাটারি সে সাড়ে ৬ হাজার টাকায় বিক্রি করে। পুলিশ রিকশার ওই ব্যাটারিগুলো উদ্ধার করেছে। এর আগে ঘটনার পরপরই পরিত্যক্ত অবস্থায় ওই রিকশাটি উদ্ধার করা হয়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা