১৫ জানুয়ারি ২০২৫, ০১ মাঘ ১৪৩১, ১৪ রজব ১৪৪৬
`

রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ২ গ্রুপের সংঘর্ষে আহত ৭

- ছবি : নয়া দিগন্ত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদককারবার ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মুড়াপাড়া ইউনিয়নের মাছিমপুর এলাকায় দু’গ্রুপের মধ্যে ককটেল বিষ্ফোরণ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় সাতজন আহত হয়েছেন।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে মাছিমপুর এলকায় এ ঘটনা ঘটে।

এ সময় গুলিবিদ্ধ হয়েছেন মাছিমপুর এলাকার সামছুল হকের ছেলে রাকিব (২৫) ও গোলজার হোসেনের ছেলে বিজয় (২০), বাবু (২৪)। এ ঘটনায় রিয়াজ ও মো: আলী গ্রুপের ছোড়া গুলিতে রাকিব ওরফে গুই রাকিব গুলিবিদ্ধ হন। এ সময় বিজয় ও বাবুকে রাম দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, মাছিমপুর এলাকায় মাদককারবার নিয়ন্ত্রণ নিতে দীর্ঘদিন ধরে রিয়াজ ও মো: আলী গ্রুপের মামুন, সোহাগ বাবুসহ তাদের গ্রুপের লোকজনের সাথে একই এলাকার রাকিব ওরফে গুই রাকিব ও তার সহযোগী রাসেল, হামিদ, রাহাত ও বাবুদের সাথে বিরোধ চলে আসছে।

এ বিরোধের জের ধরে মঙ্গলবার দুপুরে দু’গ্রুপের লোকজন ককটেল বিষ্ফোরণ ও আগ্নেয়াস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয় পক্ষ ২৫ থেকে ৩০টি ককটেল বিষ্ফোরণ ঘটায়। এ সময় এক পক্ষ আরেক পক্ষকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে। রিয়াজ ও মো: আলীর গ্রুপের ছোড়া গুলিতে রাকিব গুলিবিদ্ধ হয় বলে রাকিবের পরিবার দাবি করে। পরে রাকিব গ্রুপের বিজয় ও বাবুকে রাম দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে রিয়াজ ও মো: আলী গ্রুপের লোকজন।

রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) লিয়াকত আলী ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কোনো সন্ত্রাসীকে ছাড় দেয়া হবে না। এ ঘটনায় অস্ত্র উদ্ধারসহ সন্ত্রাসীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’


আরো সংবাদ



premium cement