মুন্সীগঞ্জে আইন-শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে ১৫ লাখ ৭০ হাজার টাকা ছিনতাই
- মুন্সীগঞ্জ প্রতিনিধি
- ১৪ জানুয়ারি ২০২৫, ২১:২৮
আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে হাতকড়া পরিয়ে মারপিট করে অ্যাজেন্ট ব্যাংক কর্মচারীর কাছ থেকে ১৫ লাখ ৭০ হাজার টাকা ছিনতাই করার অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে জেলার সিরাজদীখান উপজেলার কাঠালতলী গ্রামে এ ঘটনা ঘটে।
অ্যাজেন্ট ব্যাংক কর্মচারীর নাম আফজাল শেখ। তিনি উপজেলার জৈনসার ইউনিয়নের ভবানীপুর ইসলামী ব্যাংকের অ্যাজেন্ট শাখার কর্মচারী। এ ঘটনায় সিরাজদীখান থানায় লিখিত অভিযোগ করেছেন ইসলামী ব্যাংক ভবানীপুর আউটলেট শাখার অ্যাজেন্ট কামাল শেখ।
অ্যাজেন্ট ব্যাংক কর্মচারী আফজাল শেখ জানান, দুপুরে তিনি ইসলামী ব্যাংকের নিমতলা শাখা থেকে ১৫ লাখ ৭০ টাকা নিয়ে বাসযোগে ইচাপুরা আসেন। এরপর সেখান থেকে ব্যাটারিচালিত মিশুকে চড়ে ভবানীপুর অ্যাজেন্ট শাখার উদ্দেশে রওয়ানা দেন। পথে কাঁঠালতলী গ্রামের ফারুকের পোল্ট্রি ফার্মের সামনে এলে মাইক্রোযোগে কয়েকজন তার মিশুকের গতিরোধ করে। এ সময় তাকে হাতকড়া পরিয়ে অস্ত্রের মুখে মাইক্রোতে তুলে চোখ বেঁধে ফেলে।
তিনি বলেন, হাতকড়া পরানো ও চোখ বাঁধার বিষয়ে জানতে চাইলে তারা আমাকে মারধর করে। একই সাথে তারা বলে তোর বিরুদ্ধে নারী নির্যাতন মামলা রয়েছে কোর্টে চালান করে দিব। এরপর ওই লোকজন সাথে থাকা সমুদয় টাকা নিয়ে আমাকে অন্যত্র ফেলে রেখে চলে যায়।
এ ব্যাপারে সিরাজদীখান সার্কেলের সহকারী পুলিশ সুপার আ ন ম ইমরান খান বলেন, আফজাল শেখকে কাঠালতলী এলাকা থেকে মাইক্রোতে তুলে নিয়ে নিমলতলা ও আব্দুল্লাহপুর গ্রামের মাঝমাঝি স্থানে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। তার কাছ থেকে ১৫ লাখ ৭০ হাজার টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ পেয়েছি। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। প্রমাণ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা