১৫ জানুয়ারি ২০২৫, ০১ মাঘ ১৪৩১, ১৪ রজব ১৪৪৬
`

ধামরাইয়ে মহাসড়কের পাশ থেকে যুবকের লাশ উদ্ধার

- ছবি : নয়া দিগন্ত

ঢাকার ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কের পাশ থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে ধামরাই থানা পুলিশ।

মঙ্গলবার উপজেলার কুল্লা ইউনিয়নের জয়পুরা বাসস্ট্যান্ডের পূর্ব পাশে খাদ থেকে লাশটি উদ্ধার করা হয়।

সূত্রে জানা গেছে, ঢাকা-আরিচা মহাসড়কের পাশে রাস্তার ঢালের নিচে ভাসমান লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মনিরুল ইসলাম জানান, এখন পর্যন্ত লাশের পরিচয় শনাক্ত করা যায়নি। তবে লাশের গায়ে কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান তিনি।


আরো সংবাদ



premium cement