১৪ জানুয়ারি ২০২৫, ৩০ পৌষ ১৪৩১, ১৩ রজব ১৪৪৬
`

কারখানা খোলার দাবিতে বেক্সিমকোর শ্রমিকদের মানববন্ধন

- ছবি : নয়া দিগন্ত

ব্যাংকিং সুবিধাসহ বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে অবস্থিত সকল কারখানা খুলে দেয়ার দাবিতে ১৫ কিলোমিটার মানববন্ধন করেছেন প্রায় ৪০ হাজার শ্রমিক, কর্মকর্তা ও কর্মচারী।

মঙ্গলবার সকাল ১০টায় আশুলিয়ার নবীনগর থেকে বাড়ইপাড়া পর্যন্ত এ মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।

শ্রমিকদের অভিযোগ, বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের কারখানাগুলো বন্ধ থাকার কারণে তাদের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে।

তাদের দাবি সকল কারখানা খুলে দেয়া এবং ব্যাংকিং সুবিধাসহ অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান।

বিপ্লবী গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অরবিন্দু বেপারী বিন্দু জানান, সরকারের উচিত শ্রমিকদের সাথে আলোচনা করে একটি সুষ্ঠু সমাধান বের করা।

তিনি সরকারের কাছে আহ্বান জানান শ্রমিকদের যাতে সড়কে নামতে না হয় এবং এ ঘটনাকে কেন্দ্র করে কোনো তৃতীয় পক্ষ নৈরাজ্য সৃষ্টি করতে না পারে ওই দিকে প্রশাসনের কঠোর নজরদারি রাখতে হবে।

মানববন্ধনে অংশগ্রহণকারী শ্রমিকরা জানায়, তাদের পরিবারগুলো দারিদ্র্যের অতলে নিমজ্জিত হচ্ছে। তারা দীর্ঘদিন ধরে এই সমস্যার সমাধানের জন্য অপেক্ষা করছে। তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চালিয়ে যাওয়ার প্রতিজ্ঞা করেন তারা।


আরো সংবাদ



premium cement