১৫ জানুয়ারি ২০২৫, ০১ মাঘ ১৪৩১, ১৪ রজব ১৪৪৬
`

আ’লীগের নির্যাতনের সময় প্রতিটা দিন বছর মনে হয়েছে : রিতা

সাটুরিয়ায় বার্ষিক ওরশ মোবারকে অতিথিরা। - ছবি : নয়া দিগন্ত।

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি আফরোজা খানম রিতা বলেছেন, আওয়ামী লীগের আমলে তাদের নিপীড়ন নির্যাতনে একটা দিনকে একটা বছর মনে হয়েছে। বিগত ১৭ বছর মায়েরা স্বামী সন্তানের জন্য সারারাত কান্নাকাটি করেছেন, তারা বাড়িতে ঘুমাতে পারে নাই বলে মন্তব্য করেছেন ।

তিনি সোমবার (১৩ জানুয়ারি) রাত ১০টার দিকে মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার দিঘলীয়ায় হযরত শাহ সূফী সাদেক আলী মুন্সী ওয়ায়েসী (র:) এর ৭৯তম ওরশ মোবারকে প্রধান অতিথি বক্তব্যে এ কথা বলেন।

তিনি আরো বলেন, এখনো আওয়ামী লীগের প্রেতাত্মারা বিএনপির মধ্যে ঢুকে বিভিন্ন রকম ষড়যন্ত্র করে যাচ্ছে। তাই আওয়ামী লীগের দোসরদের দলে না ঢুকানোর বিষয়ে তিনি কঠোর হুঁশিয়ার দেন।

জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর আ ফ ম নূরতাজ আলম বাহার বলেন, ফ্যাসিস্ট মাফিয়া হাসিনা সরকারের আমলে বাড়িতে কেউ ঘুমাতে পারতো না। ২৪ এর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে তার পতন হয়েছে। তাই অন্তর্বর্তীকালীন সরকারের দ্রুত সংস্কারের কাজ শেষ করে সুষ্ঠু নির্বাচন দেওয়ার দাবি জানান তিনি।

ওরশে দিঘলীয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মশিউর রহমান হেলালীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক আব্দুর রহমানের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন সাটুরিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আবুল বাশার।

এ সময় উপস্থিত ছিলেন, মানিকগঞ্জ ও জেলা সরকারী আইন কর্মকর্তা (জিপি) অ্যাভোকেট আব্দুল আউয়াল খান, জেলা বিএনপির দপ্তর সম্পাদক আরিফ হোসেন লিটন, জেলা যুবদলের সদস্য সচিব তুহিনির রহমান তুহিন, জেলা কৃষক দলের সভাপতি গোলাম কিবরিয়া সাঈদ, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জিন্নাহ খান, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক শাহিন আজাদ বিপ্লব, সাটুরিয়া উপজেলা যুবদলের আহবায়ক মোহাম্মদ আমীর হামজা, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মহসিন উজ্জামানসহ দলের বিভিন্ন নেতৃবৃন্দ।


আরো সংবাদ



premium cement