১৫ জানুয়ারি ২০২৫, ০১ মাঘ ১৪৩১, ১৪ রজব ১৪৪৬
`

নারায়ণগঞ্জ বিকেএমইএর নেতৃবৃন্দের সাথে ইইউ রাষ্টদূতের সৌজন্য সাক্ষাৎ

নারায়ণগঞ্জ বিকেএমইএর নেতৃবৃন্দের সাথে ইইউ রাষ্টদূতের সৌজন্য সাক্ষাৎ - ছবি : নয়া দিগন্ত

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার বিকেএমইএ'র নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সোমবার নারায়ণগঞ্জে বিকেএমইএ'র প্রধান কার্যালয়ে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিকেএমইএ'র সভাপতি মোহাম্মদ হাতেম, নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান, সহ-সভাপতি অমল পোদ্দার, সহ-সভাপতি (অর্থ) মোরশেদ সারোয়ার সোহেল, সহ-সভাপতি মোহাম্মদ রাশেদ।

সৌজন্য সাক্ষাতে বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়নের বাজারগুলোতে জিএসপি সুবিধার আওতায় সর্বোচ্চ রফতানি করে। তবে ২০২৬ সালে বাংলাদেশ নিম্নআয়ের দেশ থেকে মধ্যমআয়ের দেশে উন্নীত হলে এ সুবিধা হারাতে হবে কিন্তু এমন পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশ এখনো সক্ষম না। তাই বাংলাদেশ সরকার যদি এলডিসি উত্তরণ পিছিয়ে দিতে চায়, সেক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতা কামনা করেন।

এছাড়াও বিগত এক দশকে পোশাক শিল্পে বাংলাদেশের উন্নয়ন কার্যক্রম ব‍্যাখ‍্যা করে ও এইচআরডিডিডি আইনের প্রতি রাষ্ট্রদূতের দৃষ্টি আকর্ষণ করে বিকেএমইএ'র সভাপতি বলেন, আমাদের উপর আইনটির বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু বায়াররা সে অনুযায়ী ন্যায্য দাম দিতে ইচ্ছুক নয়। ফলে এটি এক ধরনের চাপ তৈরি করছে আমাদের উপর। অর্থাৎ বায়াররা অনৈতিক ক্রয়াদেশের চর্চা করছে যা কাম্য নয়, পণ্যের ন্যায্য দাম পাওয়ার বিষয়ে রাষ্ট্রদূতের সহযোগিতা প্রত্যাশা করেন তিনি।

সর্বোপরি এলডিসি পরবর্তী বাংলাদেশের অবস্থা, নারীর ক্ষমতায়ন, অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর আর্থ সামাজিক উন্নয়নের কথা বিবেচনায় রেখে ভবিষ্যতেও ইইউ এই সুবিধা বাংলাদেশের জন্য বজায় রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

বিকেএমইএ'র নির্বাহী সভাপতি শামীম এহসান, ২০২৬ সালে এলডিসি উত্তরণের হওয়ার পর আরো অন্তত ছয় বছর জিএসপি সুবিধা বজায় রাখতে রাষ্ট্রদূতের মাধ্যমে ইউরোপের দেশগুলোর প্রতি আহ্বান জানান তিনি।

একইসাথে এহসান এ দেশের তৈরি পোশাক খাতকে প্রস্তাবিত জিএসপি আইনের আর্টিকেল ২৯ -এর সেফটি মেজারের আওতাভুক্ত না করার জন্য রাষ্ট্রদূতের প্রতি আহ্বান জানান।

তিনি বাংলাদেশ পোশাক কারখানায় বিদ্যমান বিভিন্ন পরিবেশ সংক্রান্ত পদক্ষেপ বর্ণনা করেন এবং নতুন শ্রম আইন যে আগের তুলনায় আরো অনেক শ্রম বান্ধব হবে তা নিশ্চিত করেন।

বাংলাদেশের সাথে বাণিজ্য সম্পর্ক ইউরোপীয় ইউনিয়নের জন্য গুরুত্বপূর্ণ উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, এ দেশের সাথে একটি ভালো সম্পর্ক বজায় রাখতে তিনি তার পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত রাখবেন। এছাড়াও শ্রমমান কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছালে বাংলাদেশের জিএসপি প্লাস পাওয়ার সম্ভাবনার কথা জানান।

এছাড়াও রাষ্ট্রদূত নারায়ণগঞ্জে বিকেএমইএ’র সদস্য কারখানা ইপিলিয়ন নীটওয়্যারস লি. ও মেট্রো মিটিং ও ডাইং লি. পরিদর্শন করেন এবং বিদ্যমান কর্মপরিবেশের প্রশংসা করেন।

পরিচালক তারেক আফজাল, আব্দুল হান্নান, জাকারিয়া ওয়াহিদ, মিনহাজুল হকসহ আরো অনেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


আরো সংবাদ



premium cement