১৪ জানুয়ারি ২০২৫, ৩০ পৌষ ১৪৩১, ১৩ রজব ১৪৪৬
`

বিশ্ব ইজতেমা উপলক্ষে জিএমপির প্রশাসনিক কমিটি গঠন

জিএমপি সদর দফতরের সম্মেলন কক্ষে আলোচনা সভায় এ কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়া হয়েছে - ছবি : নয়া দিগন্ত

আসন্ন বিশ্ব ইজতেমা উপলক্ষে প্রশাসনিক কমিটি গঠন করছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)।

সোমবার (১৩ জানুয়ারি) সকাল ১১টায় জিএমপি সদর দফতরের সম্মেলন কক্ষে আলোচনা সভায় এ কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন জিএমপি অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ জাহিদুল হাসান।

সভায় সভাপতি বিশ্ব ইজতেমার সুষ্ঠু ও সফল আয়োজন নিশ্চিত করার লক্ষ্যে কমিটি গঠন ও এ সংক্রান্ত কার্যাবলী সুষ্ঠুভাবে সম্পন্নের জন্য দিকনির্দেশনা প্রদান করেন।

সভায় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ তাহেরুল হক চৌহান, সকল উপ-পুলিশ কমিশনার এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অন্য কর্মকর্তাসহ সকল পদমর্যাদার পুলিশ সদস্য।

অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান জানান, আসন্ন বিশ্ব ইজতেমা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কাজের বিভাগওয়ারি দায়িত্ব ভাগ করে দিতে তারা আলাদা কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছেন। বিশ্ব ইজতেমার বিভিন্ন দিক ও কমিটির রূপরেখা কী হবে তা নিয়ে তারা আলোচনা করেছেন।


আরো সংবাদ



premium cement