আশুলিয়ায় শারমিন গ্রুপ ও চাকরিচ্যুত শ্রমিকদের সমঝোতা চুক্তি
- সাভার (ঢাকা) সংবাদদাতা
- ১৩ জানুয়ারি ২০২৫, ১৯:৪৭
আশুলিয়ার শারমিন গ্রুপের ৪৫৩ জনকে চাকুরিচ্যুত করলে শ্রমিকরা তাদের পাওনার দাবিতে সোমবার (১৩ জানুয়ারি) সকালে সড়ক অবরোধ করে বিক্ষোভ করলে পরবর্তীতে বিকেলে কারখানা প্রতিনিধি, শ্রমিক প্রতিনিধি, বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ)-এর প্রতিনিধি ও সরকারের প্রতিনিধির সাথে শারমিন গ্রুপ-এর আওতাধীন কারখানা শারমিন ফ্যাশন লিমিটেড, শারাফ অ্যাপারেলস লিমিটেড ও ইশায়াত অ্যাপারেলস লিমিটেডের মধ্যকার এক বৈঠকে সমঝোতা চুক্তি হয়েছে।
সোমবার (১৩ জানুয়ারি) বিজিএমইএ-এর ঢাকার অফিসে এ সমঝোতা চুক্তি সম্পন্ন হয়।
ওই সমঝোতায় যে সব সিদ্ধান্ত গ্রহণ করা হয় তার মধ্যে সর্বশেষ কর্মস্থলে হাজিরা মোতাবেক বকেয়া মজুরি ও ওভার টাইম (যদি থাকে) প্রদান করা হবে, কারখানার প্রচলিত নিয়ম মোতাবেক অর্জিত ছুটির টাকা (যদি থাকে) প্রদান করা হবে, মাতৃত্বকালীন ছুটির টাকা আবেদন করা থাকলে শ্রম আইন মোতাবেক প্রদানসহ মোট নয়টি সমঝোতা চুক্তি কারখানা কর্তৃপক্ষ আগামীকাল ১৪ জানুয়ারি আশুলিয়া থেকে প্রদান করা করবেন।
এ সময় সমঝোতা বৈঠকে সভাপতিত্ব করেন বিজিএমই-এর সহায়ক কমিটির সদস্য রেজওয়ান সেলিম।
এ সময় আরো উপস্থিত ছিলেন হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদ, সরকারের পক্ষে উপস্থিত ছিলেন আবুল খায়ের মোহাম্মদ টিপু সুলতান, শ্রমিক পক্ষের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন সম্মিলিত গামের্ন্টস শ্রমিক ফেডারেশন সভাপতি মিস নাজমা প্রমুখ।
উল্লেখ্য, শ্রমিকদের জন্য অভ্যন্তরীণ খাওয়া-দাওয়ার আয়োজনকে কেন্দ্র করে কারখানার অভ্যন্তরে বিশৃঙ্খলার সৃষ্টি হলে ৪৫৩ জনকে ২৩ ধারায় চাকরিচ্যুত করলে শ্রমিকরা আবার ২৬ ধারায় সব সুবিধা ও পাওনার দাবি জানিয়ে সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বাইপাইল-আব্দুল্লাহপুর সড়ক অবরোধ করেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা