১৪ জানুয়ারি ২০২৫, ৩০ পৌষ ১৪৩১, ১৩ রজব ১৪৪৬
`

সব ধরনের খুনের মাস্টারমাইন্ড শেখ হাসিনা : গোলাম পরওয়ার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার - ছবি : নয়া দিগন্ত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, আওয়ামী ফ্যাসিস্ট সরকার নির্বিচারে গুলি করে শত শত ছাত্র-জনতাকে শহীদ করেছে। তাদের রক্তের উপর দাঁড়িয়ে আজ আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি। সব ধরনের খুনের মাস্টারমাইন্ড শেখ হাসিনা। তিনি বর্তমানে ভারতে বসেও ষড়যন্ত্র করছেন। আসলে যেখানের মাল সেখানেই তো থাকবেন। অল্পদিনের মধ্যেই তাকে দেশে এনে ফাঁসির মঞ্চে দাঁড় করানো হবে।

সোমবার (১৩ জানুয়ারি) দুপুরে মাদারীপুর লেকপাড় মুক্তমঞ্চে জেলা জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এ কথা বলেন।

এ সময় তিনি বলেন, ২০১৪, ‘১৮ ও ‘২৪ সালে দেশের সাধারণ মানুষ কোনো ভোট দিতে পারেনি। ভোট দিতে যাওয়ার সময় ছাত্রলীগ, যুবলীগ ও পুলিশলীগ সাধারণ মানুষকে বলেছে, আপনাদের ভোট দেয়া হয়ে গেছে। আওয়ামী লীগ ক্ষমতায় টিকে থাকার জন্য এত বেশি ছাত্র-জনতা হত্যা করেছে, যা পৃথিবীর ইতিহাসে আর ঘটেনি।

সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার আরো বলেন, সুদ-ঘুষমুক্ত নতুন বাংলাদেশ হবে। যেখানের থাকবে না কোনো হানাহানি, দোষাদোষি, মারামারি, এমন বাংলাদেশই দেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তাই নতুনদের কাঁধে ভর করে যে স্বাধীনতা আমরা পেয়েছি, সেটাকে কোনোভাবেই নষ্ট করা যাবে না। এজন্য আমাদের সমমনা দলগুলোকে একত্রে থাকতে হবে। কোনো ভুল বুঝা-বুঝি হলে সেটা জাতীর স্বার্থে এক থাকতে হবে।

মাদারীপুর জেলা জামায়াতের আমির মাওলানা মোখলেছুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি এ এইচ এম হামিদুর রহমান আজাদ।

এ সময় আরো বক্তব্য রাখেন ফরিদপুর অঞ্চলের টিম প্রধান মাওলানা আব্দুস সোবাহান খান, টিম সদস্য দেলোয়ার হুসাইনসহ জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।


আরো সংবাদ



premium cement
পুলিশের ঘুষ নেয়ার অভিযোগ ৩১ শতাংশ শিক্ষার্থীর, ভোগান্তির শিকার ৩৭ শতাংশ আশুলিয়ায় বেতনের দাবিতে সড়ক অবরোধ শ্রমিকদের ইডেন কলেজ ছাত্রলীগ নেত্রী ভারতে যাওয়ার সময় ভাইসহ আটক ইবনে সিনা ট্রাস্ট ও বেপজার মধ্যে করপোরেট চুক্তি স্বাক্ষর চট্টগ্রামে চিন্ময়কাণ্ডে সংঘর্ষে জড়ানো ৬৩ আইনজীবীর জামিন ইকবাল সোবহান চৌধুরীর বক্তব্য নিয়েছে টাস্কফোর্স ঢাবি তথ্যপ্রযুক্তি ইনস্টিটিউটের ‘আইআইটি ডে’ উদ্যাপিত ইসলাম ছাড়া বৈষম্যহীন সমাজ-রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব নয় : নূরুল ইসলাম বুলবুল বর্ধিত ভ্যাট ও শুল্ক প্রত্যাহার দাবি বাংলাদেশ মুসলিম লীগের ডাকসুর গঠনতন্ত্র সংস্কারে শিবিরের ৯ দফা প্রস্তাবনা বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা বোরহানকে উঠিয়ে নেয়ার অভিযোগ

সকল