১৩ জানুয়ারি ২০২৫, ২৯ পৌষ ১৪৩১, ১২ রজব ১৪৪৬
`

শ্রীনগর থানার ওসিকে পুনঃবহালের দাবি গণঅধিকার পরিষদের

শ্রীনগর থানার ওসিকে পুনঃবহালের দাবি গণঅধিকার পরিষদের - ছবি : নয়া দিগন্ত

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় থানা থেকে আসামী ছিনিয়ে নেয়ার ঘটনায় থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: কাইয়ূম উদ্দিন চৌধুরীকে পুনঃবহালের দাবিতে গণঅধিকার পরিষদ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে।

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে শ্রীনগর প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

শ্রীনগর উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি হাজী আহসান হাবিব শ্যামলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহিদ আহমেদের সঞ্চালনায় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা গণঅধিকার পরিষদের যুগ্ম-আহ্বায়ক নূর আলম মোল্লা, উপজেলা গণঅধিকার পরিষদের উপদেষ্টা হাজী ইউনুছ মৃধা, সিনিয়র সহ-সভাপতি শেখ মো: ফারুক, সহ-সভাপতি রিপন শেখ, যুগ্ম-সাধারণ সম্পাদক মো: দিদার, মো: সোহাগ শেখ ও মো: রাসেল, আব্দুর রহমান, ওহাব দেওয়ান, নাদিও আহমেদসহ প্রায় দেড় শতাধিক নেতাকর্মী।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, শ্রীনগর থানা থেকে মামলার এজাহারভুক্ত আসামী ছিনিয়ে নেয়ার ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনতে হবে। এ সময় তারা শ্রীনগর থানার ওসি কাইয়ূম উদ্দিন চৌধুরীকে পুনঃবহালের জোর দাবি করেন।

উল্লেখ্য, গত শুক্রবার রাতে শ্রীনগর থানা থেকে একটি মামলার এজাহারভুক্ত আসামী উপজেলা যুবদল আহ্বায়ক কমিটির সদস্য তরিকুল ইসলামকে ছিনিয়ে নেয় স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ সময় থানার একটি কক্ষ ভাঙচুর ও পুলিশের ওপর হামলা করা হয়। এতে বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হন। পর দিন শনিবার পুলিশ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের প্রায় দুই শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করে। রাতে আসামী তরিকুলকে ফের গ্রেফতার করে পুলিশ। এদিন রাতেই শ্রীনগর থানার ওসিকে প্রত্যাহার করে মুন্সীগঞ্জ জেলা পুলিশ লাইনে রাখা হয়।

জানা গেছে, আওয়ামী লীগ সরকার পতনের পর কয়েক মাসের ব্যবধানে শ্রীনগর থানা থেকে ওসি আব্দুল্লাহ আল তায়াবীর ও ইয়াছিন মুন্সীকে প্রত্যাহার করা হয়। নবাগত ওসি হিসেবে কাইয়ূম উদ্দিন চৌধুরী যোগদানের পর আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক গতিতে ফিরছিল মনে করেন সচেতন মহল।


আরো সংবাদ



premium cement
ফেরি থেকে নদীতে লাফ দিয়ে নারী যাত্রী নিখোঁজ সাইফুদ্দিনের দারুণ বোলিংয়ে রংপুরের রোমাঞ্চকর জয় জিডি করার এক ঘণ্টার মধ্যে প্রাথমিক তদন্ত করতে হবে : ডিএমপি কমিশনার সেনাবাহিনী প্রধানের সাথে জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের সাক্ষাৎ উজিরপুরে স্বর্ণ ব্যবসায়ীর ঘরে ডাকাতি, গ্রেফতার ৬ সীমান্তে উত্তেজনা : বাংলাদেশকে যা জানাল ভারত এলপি গ্যাসে সাড়ে ৭ শতাংশ ভ্যাট কমাল সরকার ‘ব্যবসা গোটাতে চান উদ্যোক্তারা’ শিরোনামে খবরটি বিভ্রান্তিকর : সিএ প্রেস উইং সংবাদ সম্মেলনে হয়রানি ও ষড়যন্ত্রের বিচার চেয়েছেন ব্যবসায়ীর বিধবা স্ত্রী মৌলভীবাজারে জমে উঠেছে মাছের মেলা সাবেক ভূমিমন্ত্রী জাবেদের আরামিট সিমেন্টের ব্যাংক হিসাব স্থগিত

সকল