১৩ জানুয়ারি ২০২৫, ২৯ পৌষ ১৪৩১, ১২ রজব ১৪৪৬
`

‘তরুণ প্রজন্ম মাতৃভূমিকে নতুন করে সাজাতে চায়’

অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন সালাহউদ্দিন আইউবী - ছবি : নয়া দিগন্ত

তরুণ প্রজন্ম মাতৃভূমিকে নতুন করে সাজাতে চায় মন্তব্য করে আগামী সংসদ নির্বাচনে গাজীপুর-৪ আসনে জামায়াতের সম্ভাব্য প্রার্থী ও গাজীপুর মহানগরী জামায়াতের কর্মপরিষদ সদস্য সালাহউদ্দিন আইউবী বলেছেন, ‘শাসক শ্রেণির দুর্নীতি, অসৎ রাজনীতিবিদদের দৌড়ত্ব, সুবিধাবাদী আমলাদের ঘুষ বাণিজ্য বন্ধ করে রাষ্ট্রের সকল সুবিধা দরিদ্র জনগোষ্ঠির কাছে পৌঁছে দেয়া হবে, ইনশাআল্লাহ।’

রোববার (১২ জানুয়ারি) কাপাসিয়া উপজেলার বিভিন্ন এলাকায় চার শতাধিক দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

এ সময় ১৯৯৮ সালের প্রতিষ্ঠিত খিরাটি সমাজকল্যাণ সংস্থাসহ বিভিন্ন ব্যক্তির সহযোগিতায় উপজেলার ঘাগটিয়া ইউনিয়নের খিড়াটি, বাড়িষাবো ইউনিয়নের নরোত্তমপুর এবং টোক ইউনিয়নের টোকনয়ন বাজারে দরিদ্র ও অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

সালাহউদ্দিন আইউবী বলেন, ‘জুলাই বিপ্লব নতুন করে আমাদেরকে স্বপ্ন দেখিয়েছে। এই স্বপ্ন ধনী-দরিদ্রের ভেদাভেদ দূর করার স্বপ্ন, এই স্বপ্ন কৃষক-শ্রমিকের সাথে মালিক শ্রেণীর দূরত্ব ঘুচানোর স্বপ্ন। গত ৫৩ বছরের পরিবার কেন্দ্রিক রাজনীতি থেকে বের হয়ে জনগণের কল্যাণের রাজনীতি দেখতে চাই। বাংলাদেশ জামায়াতে ইসলামী এই নতুন বাংলাদেশের কারিগর হিসেবে নেতৃত্ব দিবে, ইনশাআল্লাহ।’

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর জেলার নায়েবে আমির মাওলানা শেফাউল হক। এছাড়া খিরাটি সমাজকল্যাণ সংস্থার সভাপতি, সেক্রেটারিসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।

এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঘাগটিয়া ইউনিয়ন শাখা আমির মাওলানা ইমতিয়াজ বকুল, বাড়িষাবো ইউনিয়ন আমির মাওলানা সিদ্দিকুর রহমান, সেক্রেটারি মাওলানা তারিক হাসান, টোক ইউনিয়নের আমির মাওলানা এ এফ এম জিয়াউর রহমান, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির গাজীপুর জেলা শাখার সাবেক সভাপতি ও টঙ্গী তামিরুল মিল্লাত কামিল মাদরাসার সাবেক ভিপি খাইরুল আনামসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে সালাহউদ্দিন আইউবী আরো বলেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী তার নেতা-কর্মীদের অর্থে পরিচালিত সংগঠন। জামায়াতে ইসলামী এবং সমাজের বিত্তবান সৎ ব্যক্তিদের সমন্বয়ে বাংলাদেশ থেকে দারিদ্র দূরীকরণে যাকাতভিত্তিক অর্থব্যবস্থা নিশ্চিত করে এক নতুন অর্থনীতি পরিচালিত করবে, ইনশাআল্লাহ।’


আরো সংবাদ



premium cement
শুল্ক হার বাড়ায় মিনিমাম প্রভাব পড়বে জুলাই বিপ্লবে নিহত মাহবুবের পরিবারের পাশে তারেক রহমান সীমান্ত সম্ভারে ৮ মিনিটে দিন-দুপুরে ১৫৯ ভরি স্বর্ণ চুরি সংসদ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব : নজরুল ইসলাম খান পিলখানা হত্যাকাণ্ডের বিচারকাজ কেরানীগঞ্জ কারাগারের অস্থায়ী আদালতে চলবে আমানতকারীদের স্বার্থে পর্ষদ সভায় ভূমিকা রাখছেন না স্বতন্ত্র পরিচালকরা এক নারীর শরীরে এইচএমপিভি শনাক্ত সুস্থ আছেন রুগ্ণ প্রতিষ্ঠান গুটিয়ে নেয়ার এক্সিট পলিসি চান ব্যবসায়ীরা নিউজিল্যান্ড ও আফগানিস্তান দল ঘোষণা পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী আহত তেল মারা বন্ধ করেন : সরকারি কর্মচারীদের স্বরাষ্ট্র উপদেষ্টা

সকল