চোখে শুকনো মরিচের গুঁড়ো ছিটিয়ে ছুরিকাঘাতে অটোরিকশা চালককে হত্যা
- কিশোরগঞ্জ প্রতিনিধি
- ১২ জানুয়ারি ২০২৫, ১৯:৩৩
কিশোরগঞ্জে সদর উপজেলার মারিয়া ইউনিয়ন পরিষদের পাশের এক ধান ক্ষেত থেকে ব্যাটারিচালিত অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১২ জানুয়ারি) সকাল ১০টার দিকে মীর হোসেন (৬২) নামের ওই চালকের
লাশ উদ্ধার করা হয়।
মীর হোসেন কিশোরগঞ্জ পৌরসভার পূর্ব তারাপাশা সতাল এলাকার মরহুম আব্দুল জব্বারের ছেলে।
তিনি নিজের বাড়িতে থেকে ভাড়ায় অটোরিকশা চালাতেন।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মীর হোসেনকে হত্যা করতে প্রথমে চোখে শুকনো মরিচের গুঁড়ো ছিটানো হয়। পরে মুখে ছুরিকাঘাত করে হত্যা করা হয়। তার অটোরিকশাটি পাশের একটি খাদে পাওয়া যায়।
পুলিশ সূত্রে জানা গেছে, রোববার সকালে স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।
পরে নাম-ঠিকানা সংগ্রহ করে স্বজনদের মাধ্যমে নিহতের পরিচয় জানতে পারেন।
কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, নিহত ব্যক্তির মুখে একাধিক আঘাতের চিহ্ন আছে। সুরতহাল দেখে মনে হচ্ছে ভোরে তাকে হত্যা করা হয়।
নিহত ব্যক্তির স্বজনদের বরাত দিয়ে তিনি বলেন, শনিবার রাতে মীর হোসেন ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে বের হয়েছিলেন। এরপর আর বাসায় ফেরেননি। লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তবে কী কারণে কে বা কারা হত্যা করেছে বিষয়টি তদন্তসাপেক্ষে জানা যাবে বলে জানিয়েছেন ওসি।