অপরাধী যে দলের হোক না কেন কাউকে ছাড় দেয়া হবে না : স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা
- সিরাজদিখান (মুন্সীগঞ্জ) সংবাদদাতা
- ১২ জানুয়ারি ২০২৫, ১৬:৫৮
স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো: জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘আমাদের এখানে অনেক রাজনৈতিক নেতারা আছেন। আপনারা আপনাদের রাজনীতি করেন আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু আপনারা যদি কোনো আইন-শৃঙ্খলা ভঙ্গ করেন তাহলে আপনাদের কাউকে ছাড় দেয়া হবে না। অপরাধী যে দলেরই হোক না কেন, কাউকে ছাড় দেয়া হবে না।’
রোববার (১২ জানুয়ারি) দুপুর ৩টায় মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার কুসুমপুর মাঠে কৃষি যন্ত্রপাতি হস্তান্তর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
লেফটেন্যান্ট জেনারেল মো: জাহাঙ্গীর আলম বলেন, আমি পুলিশ সুপারকে অনুরোধ করব, অপরাধী যদি আমার ভাই হয় তাকেও ছাড় দেবেন না।
আইনশৃঙ্খলা বাহিনীকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আপনারা তেল মারা বন্ধ করুন। ভবিষ্যতে কে ক্ষমতায় আসবে তখন দেখা যাবে।’
ঢাকা ব্যাংকের সামাজিক দায়বদ্ধতা কর্মসূচি আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পি পি সি) ড. মো: মাহমুদুর রহমান, মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফাতেমাতুল জান্নাত, পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার, ঢাকা ব্যাংক পিএলসির প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান এ টি এম হায়াতুজ্জামান খান, কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক কৃষিবিদ বিপ্লব কুমার মোহন্ত, সিরাজদিখান উপজেলা নির্বাহী অফিসার শাহিনা আক্তার, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো: আবু সাঈদ শুভ্র, সিনিয়র সহকারী পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) আ ন ম ইমরান খান, উপজেলা বিএনপির সভাপতি শেখ মো: আব্দুল্লাহ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস ধীরন, উপজেলা জামায়াতের আমির মাওলানা মো: কোবির হোসেন প্রমুখ।