চাকুরিচ্যুত বিডিআরদের চাকরি ফিরিয়ে দেয়ার দাবি
- ফরিদপুর প্রতিনিধি
- ১২ জানুয়ারি ২০২৫, ১৪:৪৩
চাকুরি পুনর্বহালসহ ৩ দফা দাবিতে ফরিদপুরে মানববন্ধন করেছেন চাকুরিচ্যুত বিডিআর সদস্যরা।
রোববার (১২ জানুয়ারি) বেলা ১২টার দিকে বিডিআর কল্যাণ পরিষদের উদ্যোগে ফরিদপুর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন করা হয়। পরে তারা বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে পৌঁছে ৩ দফা দাবি সম্বলিত স্মারকলিপি দেন।
তাদের দাবিগুলো হলো পিলখানা হত্যাকাণ্ডের নেপথ্যের দায়ীদের চিহ্নিত করে বিচার করা। সাজার মেয়াদ শেষ ও খালাসপ্রাপ্ত বিডিআরদের মুক্তি প্রদান করা এবং স্পেশাল কোর্টের মাধ্যমে গণহারে গ্রেফতার হয়ে চাকুরীচ্যুতদের পুনর্বহাল করা।
বিডিআর কল্যাণ পরিষদ ফরিদপুরের আহ্বায়ক মো: সুলতান আহমেদের সভাপতিত্বে এসময় তৎকালীন বিডিআর সদস্য শহিদুল ইসলাম, নজরুল ইসলাম, আব্দুল মমিন, আব্দুল হান্নান, মো: নান্নু মিয়া, আবুল কালাম আজাদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
তারা বলেন, ‘চাকরি হারিয়ে গত ১৬ বছর যাবত আমরা পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছি। আমরা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কেউ এই ঘটনার সাথে জড়িত ছিলাম না। আমাদের চাকরি পুনর্বহাল এবং বিনা বিচারে কারাবন্দি সহকর্মীদের মুক্তি চাই।’
তারা পিলখানা হত্যাকাণ্ডের তদন্ত কমিশনকে স্বাধীন নিরপেক্ষ এবং নির্ভয়ে কাজ করার জন্য ২-এর (ঙ) ধারা বাদ দেয়ার জোর দাবি জানান।