১২ জানুয়ারি ২০২৫, ২৮ পৌষ ১৪৩১, ১১ রজব ১৪৪৬
`

রাজধানীতে ৩ মাসে গ্রেফতার ৮১০ ছিনতাইকারী

- ছবি - নয়া দিগন্ত

রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তিন মাসে (অক্টোবর-ডিসেম্বর) ৮১০ জন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

আজ রোববার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক ব্রিফিংয়ে এই তথ্য জানান ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি- দক্ষিণ) যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম।

রাজধানীতে ছিনতাই বাড়ার বিষয়ে এক প্রশ্নের জবাবে মোহাম্মদ নাসিরুল ইসলাম বলেন, ছিনতাই রোধে ইতোমধ্যে রাজধানীর বিভিন্ন জায়গায় ডিবি ও থানা পুলিশের চেকপোস্ট বসানো হয়েছে এবং চেকপোস্টের সংখ্যা বাড়ানো হয়েছে। টহল কার্যক্রমের পাশাপাশি গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

তিনি আরো বলেন, ক্রিমিনাল ডাটাবেইজ পর্যালোচনা করে বিভিন্ন ছিনতাই চক্রের নাম-ধাম শনাক্ত করে অভিযান চলমান রয়েছে। বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় সোর্সের মাধ্যমে অপারেশন পরিচালনা করছে ডিবি ও থানা পুলিশ।

ছিনতাই গ্রেফতারের পরিসংখ্যান তুলে ধরে তিনি বলেন, গত অক্টোবরে ৯৮ জন, নভেম্বরে ১৪৮ জন, ডিসেম্বরে ৫৬৪ জন ছিনতাইকারীকে রাজধানীর বিভিন্ন জায়গা থেকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া জানুয়ারি মাসের প্রথম ১১ দিনে ৩৭৪ জন ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে।

তিনি আরো বলেন, ছিনতাই রোধে আমাদের কার্যক্রম চলমান আছে। আশা করি, গ্রেফতারের মাধ্যমে যখন তারা (ছিনতাইকারী) আইনের আওতায় চলে আসবে, বিভিন্ন মামলায় ছিনতাইকারীরা কারাগারে থাকবে, তখন তাদের সংখ্যা কমে আসবে এবং আমরা এর থেকে পরিত্রাণ পাব।


আরো সংবাদ



premium cement
ব্যবসায়ীর ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হবে : আসিফ মাহমুদ জয়ের ধারা ধরে রাখলো সিলেট, খুলনার দ্বিতীয় হার পাঁচ দেশের দূতাবাস থেকে পাঁচ কর্মকর্তাকে প্রত্যাহার লোহিত সাগরে মার্কিন যুদ্ধজাহাজে আবার ইয়েমেনি হামলা, ৯ ঘণ্টাব্যাপী সংঘর্ষ সিরাজগঞ্জে সাবেক এমপি হেনরীর সম্পত্তি ক্রোকের নির্দেশ জাতীয় প্রেস ক্লাব প্রবীণ সদস্য আমিনুল ইসলাম বেদু আর নেই অগণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি দেশ বেশি দিন চলতে পারে না : আমীর খসরু ইয়েমেনি হামলার আশঙ্কায় উচ্চ মাত্রার সতর্ক অবস্থায় ইসরাইল অনিশ্চয়তার মুখে রামগড় স্থল বন্দরের কার্যক্রম : নৌ-পরিবহন উপদেষ্টা ইসরাইলি হামলায় উত্তর গাজায় ৫ হাজার ফিলিস্তিনি নিহত আগামী নির্বাচনকে ঐতিহাসিক করতে চাই : প্রধান উপদেষ্টা

সকল