খেয়াল খুশিমতো পুলিশের দায়িত্ব নয় : অতিরিক্ত আইজি
- হারুন অর রশিদ, মির্জাপুর (টাঙ্গাইল)
- ১২ জানুয়ারি ২০২৫, ১৩:০৮
টাঙ্গাইল পুলিশ ট্রেনিং সেন্টার (পিটিসি)-এর ৫৪তম ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকাল ৯টায় পিটিসি প্রশিক্ষণ মাঠে অনুষ্ঠিত সমাপনী কুচকাওয়াজ ও অভিবাদন গ্রহণ করেন প্রধান অতিথি অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (সিআডি) মো: মতিউর রহমান শেখ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পুলিশ সদস্যদের নিজের খেয়াল খুশিমতো দায়িত্ব পালন করা যাবে না। প্রশিক্ষণলদ্ধ জ্ঞানের আলোকে কর্মজীবন পরিচালনা করতে হবে। সর্বোচ্চ পেশাদারিত্বের মাধ্যমে দায়িত্ব পালন করে জনগণের আস্থা অর্জন করার জন্য তিনি পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানান।
এ সময় পিটিসি টাঙ্গাইলের কমান্ডান্ট (ডিআইজি) মোহাম্মদ আশফাকুল আলম, অতিরিক্ত ডিআইজি মো: মাহফুজুর রহমান, পিটিসিতে কর্মরত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ও প্রশাসনের কর্মকর্তরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, টিআরসি ৫৪তম ব্যাচে মোট ৭৭৩ জন কনস্টেবল তাদের মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন করেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা