১২ জানুয়ারি ২০২৫, ২৮ পৌষ ১৪৩১, ১১ রজব ১৪৪৬
`

রাজবাড়ীতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১০

- ছবি : নয়া দিগন্ত

রাজবাড়ীর কালুখালী‌তে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে এক গাড়ীর চালক নিহত এবং ১০জন যাত্রী আহত হয়েছেন।

শ‌নিবার দিবাগত রাত সা‌ড়ে ১২টার দি‌কে উপ‌জেলার রাজবাড়ী-কু‌ষ্টিয়া আঞ্চ‌লিক মহাসড়কের কা‌লিবা‌ড়ি গ‌ড়িয়ানা এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর থে‌কে মহাসড়কে প্রায় ঘণ্টাব্যাপী যানজটের সৃষ্টি হয়।

বাচ্চু শেখ (৪৮) ফরিদপুর জেলার বাসিন্দা মোনছের শেখের ছেলে।

পাংশা হাইও‌য়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর র‌শিদ বিষ‌য়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন। এ প্রতি‌বেদন লেখা পর্যন্ত আহত‌দের প‌রিচয় পাওয়া যায়নি। তবে তাদের কালুখালী উপজেলা হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানা গেছে।

যা‌ত্রীদের বরা‌তে ওসি ব‌লেন, কালুখালী উপ‌জেলার কা‌লিবা‌ড়ি গা‌ড়িয়ানা এলাকায় রাত সা‌ড়ে ১১টার দি‌কে কু‌ষ্টিয়া থে‌কে ছে‌ড়ে আসা ঢাকাগা‌মী হা‌নিফ প‌রিবহ‌ন ও বিপ‌রিত দিক থে‌কে আসা রংপুর বা দিনাজপুরগামী গোল্ডেন লাইন পরিবহনের মুখামুখি সংঘর্ষ হয়। এতে দুই বা‌সের চালকসহ অন্তত ১২জন আহত হয়।

ওসি আরো ব‌লেন, দুর্ঘটনার সংবাদ পেয়ে তাৎক্ষণিক হাইওয়ে পুলিশ ও ফায়ার সা‌র্ভিস ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার ক‌রে রাজবাড়ী ও কালুখালী হাসপাতালে পাঠায়। আহত‌দের ম‌ধ্যে দুই বা‌সের চাল‌কের অবস্থা আশঙ্কাজনক। বর্তমা‌নে যানজট পরিস্থিতি স্বাভা‌বিক র‌য়ে‌ছে।

তিনি আরো ব‌লেন, পু‌লি‌শের প্রাথ‌মিক ধারণা ওভারটেকিংয়ের কার‌ণে এ দুর্ঘটনা ঘ‌টে‌ছে। এ বিষ‌য়ে তদন্ত চল‌ছে প‌রে বিস্তা‌রিত জানা‌নো যা‌বে।


আরো সংবাদ



premium cement