১২ জানুয়ারি ২০২৫, ২৮ পৌষ ১৪৩১, ১১ রজব ১৪৪৬
`
নারায়ণগঞ্জ প্রেসক্লাবে গোলটেবিল বৈঠকে বিশিষ্টজনেরা

‘আওয়ামী লীগ যতবার ক্ষমতায় এসেছে নারায়ণগঞ্জে গডফাদার সৃষ্টি করেছে’

নারায়ণগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত গোলটেবিল বৈঠকে বিশিষ্টজনেরা - ছবি : নয়া দিগন্ত

আওয়ামী লীগ যতবার ক্ষমতায় এসেছে ততবার নারায়ণগঞ্জে গডফাদার সৃষ্টি করেছে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জের বিশিষ্টজনরা।

শনিবার (১১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের ষষ্ঠ তলায় বিশিষ্টজনদের নিয়ে আয়োজিত একটি গোলটেবিল বৈঠকে বক্তারা এমন মন্তব্য করেন।

‘আমরা কেমন নারায়ণগঞ্জ চাই’ শীর্ষক ওই গোলটেবিল বৈঠকে নারায়ণগঞ্জের বিশিষ্টজনরা সুন্দর নারায়ণগঞ্জ গড়তে ঐক্যমত্য প্রকাশ করেছেন। এতে বিভিন্ন রাজনৈতিক দলের জেলা শীর্ষ নেতা, ব্যবসায়ী, সাংবাদিক এবং শিক্ষক-ছাত্রসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। এ সময় তারা যেকোন রাজনৈতিক গডফাদারের বিরুদ্ধে থাকার ঘোষণা দেন।

সকাল থেকে দুপুর পর্যন্ত চলা ওই বৈঠকে নারায়ণগঞ্জ শহরের যানজট, ব্যাটারিচালিত রিকশা, প্রশাসনের নিস্ক্রীয়তা, বিভিন্ন মহলে চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম, হত্যা ও শ্রমিক অসন্তোষসহ নানা বিষয় নিয়ে আলোচনা হয়।

নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক এমপি মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখে নারায়ণগঞ্জ। অতীতের ইতিহাস, অনেকে বলেছেন আমাদের দুর্নাম রয়েছে। আমাদের খ্যাতিরও কিন্তু অভাব নেই। হতে পারে, আমাদের কিছু মানুষের বিভিন্ন কর্মকাণ্ডের কারণে নারায়ণগঞ্জের কিছু দুর্নাম হয়েছে। আমরা কেউই এই দুর্নাম চাই না, আমরা সুনাম চাই। ভালো নেতৃত্ব তৈরি করা গেলে নারায়ণগঞ্জকে এগিয়ে নেয়া যাবে। এই কাজটি করার জন্য আমাদের কিছু চিন্তাচেতনা পরিবর্তনের দরকার রয়েছে। প্রশাসনের মাধ্যমে দেশ পরিচালিত হয়, তাই এই প্রশাসনের ওপর নারায়ণগঞ্জবাসীর অবশ্য একটি চাপ থাকতে হবে। যেমন দাবি থাকবে, দাবি বাস্তবায়নের চাপও থাকতে হবে।

সামষ্টিক চিন্তার আগে ব্যক্তির চিন্তায় পরিবর্তন আনার কথা বলেন মহানগর জামায়াতে ইসলামীর কেন্দ্রিয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জের সাবেক আমির মাওলানা মাঈনুদ্দিন আহমাদ। তিনি বলেন, ‘বদনামের চেয়ে আমাদের সুনামের ইতিহাস অনেক। কিন্তু আমরা অনেকে তা বলি না, জানিও না। ৫ আগস্টে রাজনৈতিক পরিবর্তন এসেছে। কিন্তু এখরো মানুষের দুর্ভোগ কমেনি। নিজে ভালো না হলে নারায়ণগঞ্জের ভালো চাইলে তো হবে না।’

নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বৈঠকে আরো বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক এমপি মুহাম্মদ গিয়াস উদ্দিন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য মাওলানা মঈনুউদ্দিন আহমদ, মহানগর জামায়াতের সভাপতি মাওলানা আব্দুল জব্বার, আমরা নারায়ণগঞ্জবাসীর সভাপতি বীর মুক্তিযোদ্ধা নূর উদ্দিন আহম্মেদ, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আরিফ আলম দিপু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম, নারায়নগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবু সাউদ মাসুদ, মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্যসচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সমন্বয়ক তরিকুল সুজন, নারায়ণগঞ্জ কলেজের অধ্যক্ষ ও প্রেস ক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক রুমন রেজা, ন্যাপ নারায়ণগঞ্জের আহ্বায়ক অ্যাডভোকেট আওলাদ হোসেন, নারায়ণগঞ্জ জেলা ছাত্র ফেডারেশনের সভাপতি ফারহানা মানিক মুনা, বাংলাদেশ টেক্সটাইল ওয়াকার্স ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাঈল প্রমুখ।


আরো সংবাদ



premium cement