১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১, ১০ রজব ১৪৪৬
`
নরসিংদীতে ব্যবসায়ীদের গোলটেবিল বৈঠক

ঢাকা-সিলেট মহাসড়কের বাইপাস বন্ধের দাবি

- ছবি : নয়া দিগন্ত

ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর বাবুরহাট ও মাধবদীকে পাশ কাটিয়ে নির্মিতব্য আট কিলোমিটারের বাইপাস সড়কের পরিকল্পনা বাতিলের দাবিতে গোলটেবিল বৈঠক করেছে মাধবদীর ব্যবসায়ীরা।

শুক্রবার (১০ জানুয়ারি) বিকেল থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত মাধবদী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের কনফারেন্স রুমে গোলটেবিল বৈঠকের আয়োজন করে আমরা মাধবদীবাসী সংগঠন।

গোলটেবিল বৈঠক সঞ্চালনায় ছিলেন আনোয়ার হোসেন আনু। বৈঠকে মাধবদীর ব্যবসায়ীদের মধ্যে বক্তব্য রাখেন নরসিংদী চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি মোশারফ হোসেন (সিআইপি), মো: মোমেন মোল্লা, জে বি গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো: ফায়জুর রহমান ভূঁইয়া জুয়েল (সিআইপি), মাধবদী বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মো: আনোয়ার হোসেন, তিতি গ্রুপের চেয়াম্যান কুমার সাহা, সাপ্তাহিক খোরাক পত্রিকার সম্পাদনা পরিষদের সভাপতি মোস্তফা আজিজুল করিম, শিল্পপতি ইঞ্জিনিয়ার মফিজুল ইসলাম, মাধবদী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ কামাল আহমেদ, মাধবদী এসপি (সতী প্রসন্ন) ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক সজল চন্দ্র, মাধবদী গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো: হারুনুর রাশীদ শাহ ফকির, যুবলীগ নেতা মো: রফিকুল ইসলাম, কাজী ওয়াসিমসহ বিভিন্ন ব্যবসায়ী ও নেতারা।

এ সময় বক্তারা বলেন, ‘প্রকল্পের অধীনে চলমান কাঁচপুর থেকে সিলেট পর্যন্ত ২০০ কিলোমিটার সড়কের ছয় লেনের কাজ চলমান রয়েছে। তৎকালীন সরকারের সুবিধাবাদীদের অসৎ উদ্দেশ্যে শেখেরচর (বাবুরহাট) ও মাধবদীকে পাশ কাটিয়ে বাইপাস নির্মাণ করা হচ্ছে। এর ফলে শত শত বিঘা ফসলি কৃষি জমি নষ্টের পাশাপাশি এই অঞ্চলের পাঁচ লাখ মানুষ ক্ষতির সম্মুখীন হবেন। সরকার যদি এই প্রকল্প বন্ধ না করে, তাহলে এ অঞ্চলের হাজার হাজার কৃষক-শ্রমিক রাস্তায় অবস্থান করবেন। তাই অন্তর্বর্তী সরকারের কাছে দাবি বিগত সরকারের অনৈতিক সিদ্ধান্ত যাতে বাস্তবায়ন না হয়। আশা করি, তারা আমাদের নরসিংদী তথা বাবুরহাটকে রক্ষা করবে।‘


আরো সংবাদ



premium cement
হাসিনা-মোদি চুক্তির আলোকে দহগ্রামে সীমান্তে বিএসএফের কাঁটাতারের বেড়া নির্মাণ ‘আওয়ামী লীগ যতবার ক্ষমতায় এসেছে নারায়ণগঞ্জে গডফাদার সৃষ্টি করেছে’ আরো ৩২ ফিলিস্তিনিকে হত্যা করলো ইসরাইল প্রাথমিক পর্যায়ে সাক্ষরতা অর্জন নিশ্চিত করা জরুরি : গণশিক্ষা উপদেষ্টা কৃষি সম্প্রসারণ অধিদফতরের নাম বদল ও পুনর্গঠনের দাবি কৃষিবিদদের চট্টগ্রামে হিন্দু এনজিওকর্মীর আত্মহত্যাকে সাম্প্রদায়িক হত্যাকাণ্ড বলে প্রচার মিথ্যা প্রমাণিত পদ্মায় ধরা পড়ল বিশাল বোয়াল, অর্ধ লাখ টাকায় বি‌ক্রি ফরিদপুরে যুবককে ওঠিয়ে নিয়ে চোখ তুলে হত্যা ২ শ্রেণিকক্ষ ও ৩ শিক্ষক নিয়েই চলছে ইবির সমাজকল্যাণ বিভাগ থানায় সেবা নিতে কোনো ধরনের তদবিরের প্রয়োজন নেই বিআরটিএ বন্ধের চিন্তা করা হবে : সড়ক উপদেষ্টা

সকল