১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১, ১০ রজব ১৪৪৬
`

শ্রীনগর থানা থেকে আসামি ছিনতাই

-

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় থানা থেকে একটি মামলার এজাহার নামীয় প্রধান আসামিকে ছিনতাই করে নিয়ে গেছে বিএনপির নেতা-কর্মীরা। শুক্রবার রাত সোয়া ১০টার দিকে এই ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শ্রীনগর উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য তারিকুল ইসলামকে শুক্রবার সন্ধ্যায় শ্রীনগর বাজার থেকে গ্রেফতার করে পুলিশ থানায় নিয়ে আসে। তারিকুল শ্রীনগর থানায় গত ১৯ সেপ্টেম্বর দায়েরকৃত ১৭(১১)২৪ নং মামলার এজাহার নামীয় প্রধান আসামি।

যুবদলের সদস্য তারিকুলকে গ্রেফতরের খবর শুনে রাত ৯টার দিকে থানায় ছুটে আসেন শ্রীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম খান। তিনি তারিকুলকে ছেড়ে দেয়ার জন্য শ্রীনগর থানার অফিসার ইনচার্জ কাইয়ূম উদ্দিন চৌধুরীরর উপর চাপ প্রয়োগ করেন। পরবর্তীতে শ্রীনগর উপজেলা যুবদলের আহবায়ক জয়নাল আবেদীন মৃধা জেমস, সদস্য সচিব মামুনুর রশিদ, যুবদল নেতা রবিন, অপু, সেচ্ছাসেবক দলের সদস্য সচিব এমদাদুল ইসলাম রজিন, উপজেলা ছাত্রদলের সভাপতি আশ্রাফুল ইসলাম শুভ, সাধারণ সম্পাদক এমদাদুল হক ইমনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের শতাধিক নেতা-কর্মী থানায় এসে পুলিশকে ধাক্কা দিয়ে আসামি তারিকুলকে রুম থেকে বের করে নিয়ে যায়। মুহূর্তে এ ঘটনা উপজেলা ব্যাপী ছড়িয়ে পরলে ক্ষোভ সৃষ্টি হয়।

শ্রীনগর থানার অফিসার ইনচার্জ কাইয়ূম উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,পুলিশী বাধা উপেক্ষা করে এ ঘটনা ঘটানো হয়েছে।
শ্রীনগর উপজেলা যুবদলের আহবায়ক জয়নাল আবেদীন মৃধা জেমসের মোবাইলে ফোন দেয়া হলে তিনি ফোন রিসিভ করেননি।

শ্রীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম খান সাংবাদিকদের বলেন, তিনি এলাকায় ছিলেন না। ঢাকায় দাওয়াতে ছিলেন। তবে থানা থেকে যুবদলের এক সদস্যকে আসামি হিসেবে ধরে আনলে সে পালিয়েছে বলে শুনেছি।


আরো সংবাদ



premium cement
গুপ্তচরবৃত্তির অভিযোগে জান্তার টেলিকম কোম্পানির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা মুন্সীগঞ্জে মেঘনায় ২ স্পিডবোটের সংঘর্ষে নিহত ৩ আশুলিয়ায় আগুন দেয়া ভ্যানগাড়ি থেকে শনাক্ত হয় শহীদ তানজিলের লাশ সিরিয়াকে বিভক্ত করার পরিকল্পনা ইসরাইলের সিলেট সীমান্তে ৭২ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য উদ্ধার বছরের শুরুতেই মোংলা বন্দরে বিদেশী জাহাজের চাপ বায়ু দূষণের কবলে রাজধানীবাসী ৩২ লাখ সুদানী শিশু তীব্র অপুষ্টির সম্মুখীন হবে ২০২৫ সালে : জাতিসঙ্ঘ ফেনীতে সমন্বয়কদের হাতে আটক ৬ রোহিঙ্গা চুক্তি লঙ্ঘন করে আবারো লেবাননে ইসরাইলি হামলা, গাজায় নিহত আরো ২০ ছাত্রাবাস থেকে রুয়েট শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

সকল