গোপালগঞ্জে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ২ শিক্ষার্থী নিহত
- গোপালগঞ্জ প্রতিনিধি
- ১০ জানুয়ারি ২০২৫, ১৫:৫৭
গোপালগঞ্জে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে দুই শিক্ষার্থী নিহত হয়েছেন।
শুক্রবার সকাল ১০টার দিকে গোপিনাথপুর-কোটাখোল অভ্যন্তরীণ সড়কের জালালাবাদ ইউনিয়নের দূর্গাপুর মন্দিরের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের ইছাখালি গ্রামের বুলবুল ফকিরের ছেলে বাধন ফকির (১৫) ও পলাশ শেখের ছেলে মাহিম শেখ (১৬)। বাধন ফকির খালিয়া ইউনাইটেড অ্যাকাডেমির ও মাহিম শেখ পাচুড়িয়া আলিয়া মাদরাসার নবম শ্রেণির ছাত্র।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মির মোহাম্মাদ সাজেদুর রহমান দুর্ঘটনার বিষয় নিশ্চত করে বলেন, ‘নিহত দু’জনই অল্প বয়সী। তারা ইছাখালি থেকে দূর্গাপুরের দিকে যাচ্ছিল। তাদের মোটরসাইকেল চালানোর কোনো দক্ষতা ও ড্রাইভিং লাইসেন্স নেই। অতিরিক্ত গতিতে মোটরসাইকেল চালানোর কারণে দূর্গাপুর মোড়ে এসে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে তারা গুরুত্বর আহত হন। পরে এলাকাবাসী তাদেরকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে আনার পথে দু’জনই মারা যান। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা