সাজানো ট্রাইব্যুনাল দিয়ে জামায়াতের নেতাদের হত্যা করা হয়েছে : গোলাম পরোয়ার
- গাজীপুর মহানগর প্রতিনিধি
- ১০ জানুয়ারি ২০২৫, ১৪:২৪
সাজানো ট্রাইব্যুনাল দিয়ে জামায়াতের নেতাদের হত্যা করা হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
শুক্রবার গাজীপুর জেলা জামায়াতে ইসলামীর এক কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘ইতিহাসের জঘন্যতম সাজানো মিথ্যা জুডিশিয়াল ট্রাইব্যুনাল দিয়ে আমাদের নেতাদের হত্যা করা হয়েছে। মিথ্যা মামলা, মিথ্যা সাক্ষী, মিথ্যা ট্রাইব্যুনাল দিয়ে আল্লাহর নেক বান্দাদের হত্যা করা হলেও নিষ্ঠুর স্বৈরশাসক ফ্যাসিস্ট শেখ হাসিনার অন্তর কাঁপেনি।’
গাজীপুর সদর থানার ভবানীপুর মুক্তিযোদ্ধা কলেজ মাঠে জেলা জামায়াতের আমির ড. মো: জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও সেক্রেটারি মো: সফি উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মী সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ, কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ড. মো: সামিউল হক ফারুকী, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. মুহাম্মদ খলিলুর রহমান মাদানী, কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও সাবেক আমির গাজীপুর জেলা মো: আবুল হাশেম খান, কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য মাওলানা দেলোয়ার হোসাইন, গাজীপুর মহানগর জামাাতের আমির অধ্যাপক মুহা. জামাল উদ্দিন, জেলা জামায়াতের সিনিয়র নায়েবে আমির মোহাম্মদ আব্দুল হাকীম, জেলা নায়েবে আমির মাওলানা শেফাউল হক, মহানগর নায়েবে আমির মো: খায়রুল হাসান, মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো: হোসেন আলী, মহানগর জামায়াতের সেক্রেটারি আবু সাঈদ মুহাম্মদ ফারুক, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো: আনিসুর রহমান বিশ্বাস, অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান খান, জেলা কর্মপরিষদ সদস্য মাস্টার মোখলেছুর রহমান খান, মোহাম্মদুল্যাহ, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এ টি এম মুজাহিদুল ইসলাম, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি সালাহ উদ্দিন আইয়ুবী, কালিয়াকৈর পৌর জামায়াতের আমির মো: ইয়াসিন আলী মৃধা, কাপাসিয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা ফরহাদ হোসেন মোল্লা, কালিগঞ্জ উপজেলা আমির মাওলানা মাহমুদুল হাসান, শ্রীপুর উপজেলা আমির মাওলানা নুরুল ইসলাম, গাজীপুর সদর উপজেলা আমির মো: আলাউদ্দিন, কালিয়াকৈর উপজেলা আমির মো: বেলাল হোসাইন প্রমুখ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা