আমরা রাজনীতি করি জনগণের সেবা ও উন্নয়নের জন্য : ড. মঈন খান
- মাধবদী (নরসিংদী) সংবাদদাতা
- ০৯ জানুয়ারি ২০২৫, ১৯:২৭
আমরা রাজনীতি করি জনগণের সেবা ও উন্নয়নের জন্য মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, ‘জনগণের কষ্ট অনেক। এ মুহূর্তে আমরা সব দূর করতে পারব না। আমরা গরীব ও অসহায় মানুষদের কষ্ট কিছুটা দূর করার চেষ্টা করব।’
তিনি বলেন, ‘বিগত স্বৈরাচার সরকার শুধু লুটপাট করে গেছে গ্রামের মানুষদের কোনো উন্নয়ন করেনি।’
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় পলাশ উপজেলা মেহেরপাড়া বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের আয়োজনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে অসহায় ও শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
এ সময় মেহেরপাড়া ইউনিয়নে এতিমখানা, গির্জা ও মন্দিরে দুই হাজার ৫০০ কম্বল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য দেন নরসিংদী পরিবহণ মালিক সমিতির সভাপতি মো: সরোয়ার মৃধা, পলাশ থানা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল সাত্তার, মেহের পাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো: মনির হোসেন ভিপি মনির, মাসুদ আলম, যুবদল নেতা ইফতেখার আলম বাবলা, যুবদলের সাবেক সভাপতি আব্দুল বাতেন, এমদাদুল হকসহ বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা