১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১, ৯ রজব ১৪৪৬
`

সিংগাইরে এক দিনে ৩ যুবকের লাশ উদ্ধার

মানিকগঞ্জে তিন যুবকের লাশ উদ্ধার - ছবি : নয়া দিগন্ত

মানিকগঞ্জের সিংগাইরে এক দিনে তিন যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) থানার নথিভূক্ত মামলার সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে বুধবার (৮ জানুয়ারি) একই দিন সন্ধ্যা ৬টার দিকে জামির্ত্তা ইউনিয়নের ডাউটিয়া গ্রামের শওকত আলীর ছেলে মোহর আলী রাসেদ (২১), রাত ৮টার দিকে সায়েস্তা ইউনিয়নের দক্ষিণ সাহরাইল গ্রামের ফারুকের ছেলে সাগর (১১) ও রাত সাড়ে ১০টার দিকে ধল্লা ইউনিয়নের দক্ষিণ ধল্লা গ্রামের মুকুল হোসেনের ছেলে রফিকুল ইসলামের (২৪) লাশ উদ্ধার করা হয়।

থানা সূত্রে জানা গেছে, ‘প্রেমিকার সাথে মোবাইল ফোনে কথা বলার পর অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে তারা। পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়েছে।’

সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: জাহিদুল ইসলাম জাহাঙ্গীর বলেন, ‘প্রেমের কারণেই এমন আত্মহত্যার প্রবণতা বেড়েছে। লাশ উদ্ধারের ঘটনায় মামলা করা হয়েছে।’


আরো সংবাদ



premium cement