মির্জাপুরে অনুমোদনহীন ৭ অবৈধ ইটভাটা গুড়িয়ে দিলো প্রশাসন
- মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদতা
- ০৯ জানুয়ারি ২০২৫, ১৬:৩৮
টাঙ্গাইলের মির্জাপুরে অনুমোদনহীন অবৈধ সাত ইটভাটা ভেঙে গুড়িয়ে দিয়েছে প্রশাসন।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকাল থেকে শুরু হয়ে দুপুর আড়াইটা পর্যন্ত একটানা এই অভিযান চলে। এতে পরিবেশ অধিদফতর টাঙ্গাইল, সেনাবাহিনী, র্যাব, পুলিশ, আনসার বাহিনীর সদস্যরা অংশ নেন।
অভিযান সূত্রে জানা গেছে, উপজেলার বহুরিয়া, বাইমাইল ও পাহাড়পুর এলাকায় গত বছর নতুন করে গড়ে তোলা ৭ অবৈধ ইটভাটা হল বাটা ব্রিকস, নিউ সরকার ব্রিকস, হক ব্রিকস, নিউ রমিজ ব্রিকস, বিএন্ডবি ব্রিকস, সনি ব্রিকস, রানা ব্রিকস। যৌথ অভিযানে এসব ইটভাটার চিমনি ভেকু মেশিন দিয়ে স্থায়ীভাবে ভেঙে গুড়িয়ে দেয়া হয়।
অভিযানে পরিবেশ অধিদফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন, টাঙ্গাইলের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন, সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম, মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: মাসুদুর রহমান, পরিবেশ অধিদফতরের উপপরিচালক মিঞা মাহমুদুল হক, সহকারী পরিচালক সজীব কুমার ঘোষসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, অবৈধ এ ইটভাটাগুলোতে গত ১২ ডিসেম্বর পরিবেশ অধিদফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযান পরিচালনা করে ২৪ লাখ টাকা জরিমানা আদায় করেন এবং তাদের কার্যক্রম বন্ধের নির্দেশ দেন। ইটভাটাগুলোর মালিকরা নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে ইটভাটা কার্যক্রম পরিচালনা করে আসায় জনস্বার্থে প্রশাসন তাদের ইটভাটাগুলো গুড়িয়ে দেয়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা