১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১, ৯ রজব ১৪৪৬
`

ভৈরবে চিহ্নিত ছিনতাইকারী গ্রেফতার

- ছবি : নয়া দিগন্ত

ভৈরবের চিহ্নিত ছিনতাইকারী শাহাদাতকে (২৭) গ্রেফতার করেছে শহর পুলিশ ফাঁড়ির সদস্যরা। আজ বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকাল ৭টায় তাকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

শাহাদাৎ ভৈরবপুর উত্তর পাড়ার আঙ্গুর মিয়ার ছেলে।

জানা যায়, শহরে প্রায়ই দিনে-রাতে অহরহ ছিনতাইয়ের ঘটনা ঘটছে। গত ৭ জানুয়ারি সকাল ৬টায় ভৈরবপুর উত্তরপাড়া সিরাজ নগর সড়ক থেকে সোনামগঞ্জের তাহিড়পুর উপজেলার কয়লা ব্যবসায়ী নেসার আহমেদের কাছ থেকে ১ লাখ ৭০ হাজার টাকা ছিনতাই হয়। এ ঘটনার পর থেকেই ছিনতাইকারীদের গ্রেফতারে অভিযান শুরু করে পুলিশ। তথ্যের ভিত্তিতে আজ সকাল সাতটার সময় শহরের চিহ্নিত ছিনতাইকারী শাহাদাতকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে ভৈরব শহর ফাঁড়ির পুলিশ সদস্যরা।

শহর ফাঁড়ির এটিএসআই সাইফুল ইসলাম বলেন, ‘শহরে ছিনতাইকারীদের উপদ্রব বেড়ে যাওয়ায় পুলিশ অভিযানে নামে। এরই ধারাবাহিকতায় আজ সকালে ছিনতাইকারী শাহাদাৎকে তার বাড়ি থেকে গ্রেফতার করে ভৈরব থানায় সোপর্দ করা হয়েছে। বাকি ছিনতাইকারীদেরও গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।’


আরো সংবাদ



premium cement