০৯ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১, ৮ রজব ১৪৪৬
`

মুকসুদপুরে থানা থেকে পালাল আসামি

মুকসুদপুরে থানা থেকে পালাল আসামি - নয়া দিগন্ত

গোপালগঞ্জ জেলার মুকসুদপুরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে থানা থেকে হৃদয় শেখ নামের এক হত্যা মামলার আসামি পালিয়েছেন বলে খবর পাওয়া গেছে।

বুধবার (৮ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মুকসুদপুর থানায় এ ঘটনা ঘটে।

হৃদয় শেখ মুকসুদপুর পৌরসভার কমলাপুর গ্রামের মরহুম হেমায়েত শেখের ছেলে।

জানা গেছে, গত ৭ মার্চ দুপুর ১২টার দিকে উপজেলার মহারাজপুর ইউনিয়নের দুয়ারীডাঙ্গা গ্রামের একটি পুকুর থেকে নিখোঁজের এক মাস পর একজনের লাশ উদ্ধার করা হয়। ওই হত্যার দায়ে থানায় দায়ের করা মামলার এজাহারভুক্ত ২ নম্বর আসামি হৃদয় শেখ। তাকে ধরতে মঙ্গলবার দিন-রাত অভিযান চালায় থানা পুলিশ। পরে বুধবার সন্ধ্যায় গ্রেফতার করে তাকে থানায় নেয়া হয়। কিন্তু সুযোগ বুঝে হাতকড়া খুলে হৃদয় থানা থেকে পালিয়ে যান।

মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মোস্তফা কামাল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘হাতকড়া খুলে আসামি পালিয়ে গেছেন। আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।’


আরো সংবাদ



premium cement