ভাঙ্গায় বাড়ির কেয়ারটেকারের হাত-পা বাঁধা লাশ উদ্ধার
- ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা
- ০৯ জানুয়ারি ২০২৫, ০৯:০৮
ফরিদপুরের ভাঙ্গায় এক বাড়ি থেকে কেয়ারটেকার ওহাব মাতুব্বরের (৭০) হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার দিবাগত রাতে উপজেলার নাসিরাবাদ ইউনিয়নের আলেখার কান্দা গ্রামে ডা. জামাল উদ্দিন খলিফার বাড়িতে এ ঘটনা ঘটে।
ওহাব মাতুব্বর উপজেলার তুজারপুর ইউনিয়নের তুজারপুর গ্রামের বাসিন্দা। তিনি ডা. জামাল উদ্দিন খলিফার বাড়িতে কেয়ারটেকারের দায়িত্বে ছিলেন।
জানা গেছে, রাতে বাড়ির ভবনের তৃতীয় তলার মেঝেতে হাত-পা বাঁধা অবস্থায় তার লাশ পড়ে থাকতে দেখে বাড়ির লোকজন পুলিশে খবর দেয়। পরে ভাঙ্গা থানা পুলিশ ও সিআইডি কর্মকর্তারা ঘটনাস্থলে যায়।
ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোকছেদুর রহমান জানান, নিহতের হাত-পা বাঁধা অবস্থায় পাওয়া গেছে। মেঝে ও সিঁড়ির পাশে রক্তে দেখা গেছে। ধারণা করা হচ্ছে এটি হত্যাকাণ্ড।
তিনি আরো জানান, সুরতহাল করার পর লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা