০৯ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১, ৮ রজব ১৪৪৬
`

টঙ্গীবাড়িতে মসজিদের খতিবকে হত্যাচেষ্টা, বিচার চেয়ে আলেম-ওলামাদের প্রতিবাদ

- ছবি - নয়া দিগন্ত

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে সোনারং আদর্শ মহিলা মাদরাসার সিনিয়র মুহাদ্দিস ও নোয়াদ্দা জামে মসজিদের খতিব মাওলানা মিসবাহুদ্দীন সিদ্দিককে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় আলেম-ওলামারা বিক্ষোভ-মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে জড়িতদের বিচার দাবি করেছেন।

জানা যায়, আজ বুধবার ভোররাত ৩টার দিকে সোনারং তার নিজ বাড়ির কলাপসিবল গেট কেটে মুখে মাস্ক পরে সংঘবদ্ধ একটি দল ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করে। এসময় তার মাথার দুই স্থানে ও হাতে গুরুতর জখম হয়। তাৎক্ষণিক তিনি চিৎকার করলে তার পরিবারের লোকজন ও এলাকাবাসী এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

গুরুতর আহত মাওলানা মিসবাহুদ্দীন সিদ্দিক জানান, আমার বাড়ির দোতলার নির্মাণ কাজ চলায় চারপাশে পরিদর্শন করে রাত ১২টায় ঘুমাতে যাই। পরে রাত ৩টার দিকে বিকট শব্দে আমার দরজা ভাঙার সময় তাৎক্ষণিক ঘুম ভেঙে যায়। পরে দেখি, দু’জন মুখোশধারী লোক ধারালো অস্ত্র দিয়ে আমার মাথায় আঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করেন।

টঙ্গীবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুহিদুল ইসলাম জানান, এ বিষয়ে আমরা অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নিব।


আরো সংবাদ



premium cement