মির্জাপুরে গরু চুরির হিড়িক, আতঙ্কে খামারিরা
চুরির সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ- হারুন অর রশিদ মির্জাপুর (টাঙ্গাইল)
- ০৮ জানুয়ারি ২০২৫, ২১:১৩
টাঙ্গাইলের মির্জাপুরে তীব্র শীত ও ঘন কুয়াশার আড়ালে গ্রামে গরু চুরির ঘটনা বৃদ্ধি পেয়েছে। মঙ্গলবার (৭ জানুয়ারি) রাতে এক কৃষকের ২টি গাভি ও ২টি বাছুর এবং ১টি ষাঁড় চুরির ঘটনা ঘটে। গত তিন সপ্তাহে উপজেলার তিনটি চুরির ঘটনায় ১১টি গরু চুরি হয়েছে। অঞ্চলভিত্তিক পুলিশ ক্যাম্প থাকলেও কাজে আসছে না। এতে করে আতঙ্কে রাত কাটাচ্ছে কৃষক ও খামারিরা।
জানা যায়, মঙ্গলবার রাতে মির্জাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের বৈষ্ণবপাড়া গ্রামের কৃষক রউফ মিয়ার ২টি গাভি, ২টি বাছুর এবং ১টি ষাঁড় গোয়ালে রেখে দরজায় তালা লাগিয়ে রাখেন। সকালে ঘুম থেকে উঠে দেখেন গোয়াল ঘরের দরজার তালা ভেঙে চোরের দল তার ৫টি গরু নিয়ে গেছে।
এর আগে গত ১৯ ডিসেম্বর উপজেলার মহেড়া ইউনিয়নের দেওভোগ গ্রামের আজাহার মোল্লার দুই লাখ টাকা মূল্যের ২টি গরু চুরি করে নিয়ে যায়। একই কায়দায় ২০ ডিসেম্বর আনাইতারা ইউনিয়নের আটঘড়ি গ্রামের রবীন্দ্র সরকারের গোয়ালের দরজা ভেঙে ২টি গাভি ও ২টি বাছুর চুরি করে চোরচক্র। গরু চুরির পর ২১ ডিসেম্বর রবীন্দ্র সরকার মির্জাপুর থানায় একটি লিখিত অভিযোগ করেন। এখন পর্যন্ত চুরির সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ।
এ বিষয়ে মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মোশারফ হোসেন বলেন, ‘গরু চুরির বিষয়টি নিয়ে কাজ করছি। গরু চুরির ঘটনা অহরহ ঘটলেও কাউকে গ্রেফতার করা সম্ভব না হওয়ায় চোর চক্রের কোনো সূত্র পাওয়া যাচ্ছে না।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা