টঙ্গীবাড়িতে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
- টঙ্গীবাড়ি প্রতিনিধি
- ০৮ জানুয়ারি ২০২৫, ১২:০৪
মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলায় পৃথক ঘটনায় পানিতে ডুবে মোস্তাকিম (৩) ও তানহা (৬) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার উপজেলার বড়াইল ও গনাইশার গ্রামে এ দু’টি ঘটনা ঘটে।
মোস্তাকিম উপজেলরা বেতকা গ্রামের মো: পারভেজ ছেলে এবং তানহা বড়াইল গ্রামের সেকুল শেখের মেয়ে।
এদিকে মোস্তাকিমের পরিবার জানায়, নানা বাড়ির আঙিনায় খেলার সময় তিন বছরের শিশু মোস্তাকিম পাশের পুকুরের ধারে গিয়ে পানিতে পড়ে যায়। কিছুক্ষণ পরই মোস্তাকিমকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে তার আত্মীয়রা। একপর্যায়ে বাড়ির পাশে পুকুরের পানিতে তার নানি মোস্তাকিমকে ভাসতে দেখতে পান। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে তানহার পরিবার জানায়, পুকুরে হাত-পা ধুতে গিয়ে তানহা পা পিছলে পড়ে যায়। পরে তাকে পুকুর থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে টঙ্গীবাড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পানিতে পড়ে দুই শিশুর লাশ পারিবারিকভাবে দাফন করা হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা