০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১, ৭ রজব ১৪৪৬
`

কালিয়াকৈরে ট্রাকচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত, আহত ১

- ছবি : সংগৃহীত

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কাঞ্চনপুর এলাকায় ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।

মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকেল ৪টায় উপজেলার কালিয়াকৈর-ফুলবাড়িয়া আঞ্চলিক সড়কের কাঞ্চনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় রিপন মিয়া নামে অপর এক যাত্রীকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলেন উপজেলার নয়ানগর এলাকার গোপাল চন্দ্র রায়ের ছেলে অয়ন রায়, সুত্রাপুর এলাকার মরহুম বাসুদেব দাসের ছেলে সুদেব দাস এবং বড়গোবিন্দপুর এলাকার অটোচালক করিম মিয়া।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শ্রীপুর উপজেলার জৈনাবাজার থেকে কালিয়াকৈরের উদ্দেশ্য ছেড়ে আসা অটোরিকশাটি মেদি কাঞ্চনপুর এলাকায় পৌঁছলে ইট বোঝাই একটি ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী অয়ন রায় মারা যান।

গুরুতর অবস্থায় বাকি তিনজনকে টাঙ্গাইলের মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত ডাক্তার অটোচালক করিম মিয়া ও সুদেব রায়কে মৃত ঘোষণা করেন। তাছাড়া রিপন মিয়ার অবস্থা আশঙ্কাজনক থাকায় ফজিলাতুন্নেসা হাসপাতালে পাঠানো হয়।

কালিয়াকৈর থানার এস আই মো: জাহিদ হাসান বলেন, ঘটনাস্থলে এসে একটি লাশ উদ্ধার করি এবং জানতে পারি হাসপাতালে নেয়ার পর আরো দু’জন মারা গেছে। আর একজন গুরুতর আহত অবস্থায় ভর্তি আছে। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আরো সংবাদ



premium cement
সিংড়ায় যুবলীগ নেতার বিচার দাবিতে মানববন্ধন গাড়ি চালিয়ে মাকে নিয়ে লন্ডন ক্লিনিকে তারেক রহমান সিরিয়ার উপর থেকে কিছু নিষেধাজ্ঞা তুলে নিতে পারে ইইউ এইচএমপিভি ভাইরাস নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই : আইইডিসিআর ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদলের সভাপতি পাভেল, সম্পাদক নিরব ধামরাইয়ে ৫টি অবৈধ ইটভাটাকে ২৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা চ্যাম্পিয়নস ট্রফিতে আফগানিস্তান দলের মেন্টর ইউনিস গাজীপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ হৃদয়ের লাশ উত্তোলন নোভার্টিসের ২৩০ কোটি টাকার শেয়ার হস্তান্তর প্রতিরোধে আইনি নোটিশ স্ত্রীসহ সাবেক এমপি ইকবালুর রহিমের নামে দুদকের মামলা জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে হাসনাত আব্দুল্লাহর আল্টিমেটাম

সকল