সিদ্ধিরগঞ্জে শেখ রেহানা-জয়-পুতুলের বিরুদ্ধে মামলা
- নারায়ণগঞ্জ প্রতিনিধি
- ০৭ জানুয়ারি ২০২৫, ১৮:১২
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাচেষ্টার দায়ে আদালতের নির্দেশে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় আরো তিন মামলা দায়ের করা হয়েছে। পৃথক তিনটি মামলায় এজাহারনামীয় ও অজ্ঞাতসহ মোট আসামি এক হাজার ৭৭ জন। তিনটি মামলার মধ্যে একটিতে আসামি করা হয়েছে শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়, সায়মা ওয়াজেদ পুতুল, ওবায়দুল কাদের ও আসাদুজ্জামান খান কামালকে। এছাড়া একটি মামলাতে আসামি করা হয়েছে ঢাকা দক্ষিণের সাবেক মেয়র সাইদ খোকনকে। দু’টি মামলায় নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানকে প্রধান আসামি করা হয়েছে।
জানা যায়, গত ২৬ ডিসেম্বর বৈষম্যবিরোধী ছাত্র আন্দলেনে আহত মো: সাব্বির (২০) নারায়ণগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো: নূল মহসীনের আদালতে শামীম ওসমান, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মতিউর রহমান মতি, শামীম ওসমানের ছেলে ওয়ন ওসমান, ভাতিজা আজমেরী ওসমান, ঢাকা দক্ষিণের সাবেক মেয়র সাইদ খোকনসহ ১৫৬ জনের নামে হত্যা চেষ্টার মামলার আবেদন করেন।
এর পরিপ্রেক্ষিতে আদালত সিদ্ধিরগঞ্জ থানাকে সার্বিক বিবেচনায় আবেদনটি গ্রহণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন। পরে গত ২ জানুয়ারি মামলাটি সিদ্ধিরগঞ্জ থানায় এফআইআর হিসেবে নথিভুক্ত হয়।
এদিকে বাদিদের আরো দু’টি আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত সিদ্ধিরগঞ্জ থানাকে মামলা রুজুর নির্দেশ দিয়েছেন। তার মধ্যে একটি মামলার বাদি মো: আবুল হোসেন তালুকদার (৪৬)। এই মামলাটিতে প্রধান আসামি করা হয় নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানকে। এছাড়া শামীম ওসমানের ভাই নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য ও ব্যবসায়ীদের সংগঠন বিএকএমইএর সাবেক সভাপতি সেলিম ওসমানকেও আসামি করা হয়। তাছাড়া শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান, ভাতিজা আজমেরী ওসমান, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ এজাহারনামীয় মোট আসামি ৫৩ জন। এছাড়াও অজ্ঞাত আরো ৩০০ জনকে আসামি করা হয় মামলাটিতে।
অপর আরেকটি মামলার বাদি মো: আলহাজ। মামলাটিতে এজাহারনামীয় আসামির সংখ্যা ২৬৮ জন। এছাড়া অজ্ঞাত আরো ৩০০ জনকে আসামি করা হয়েছে। এই মামলার প্রধান আসামি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এছাড়া সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়, সায়মা ওয়াজেদ পুতুলকে আসামি করা হয়েছে। মামলাগুলোতে নারায়ণগঞ্জের ব্যক্তিরা ছাড়াও ঢাকা, মাদারীপুর, সাতক্ষীরা, গোপালগঞ্জ, রাজশাহী, ঝালকাঠি, মেহেরপুর, ব্রাহ্মণবাড়িয়া, যশোর এবং কুমিল্লার বাসিন্দাদেরকেও আসামি করা হয়েছে।
মামলাগুলোর সত্যতা নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর জানান, আদালতের নির্দেশে গত ২ জানুয়ারি ১৫৬ জনের নামে হত্যাচেষ্টার ঘটনায় একটি মামলা রুজু হয়েছে। বাদিদের আরো দু’টি আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত মামলা রুজু করার নির্দেশ দিয়েছেন। একটি মামলার আসামি ২৬৮ জন এবং আরেকটিতে ৫৩ জন। মামলাগুলোতে অজ্ঞাত হিসেবে ৬০০ জনকে আসামি করা হয়েছে। সেই দু’টি আবেদনও মামলা হিসেবে রুজু করার কার্যক্রম প্রক্রিয়াধীন।