০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১, ৭ রজব ১৪৪৬
`

রূপগঞ্জে পুলিশ পরিচয়ে দুই প্রবাসীর গাড়িতে ডাকাতি

রূপগঞ্জ থানা। - ছবি : সংগৃহীত।

নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচল উপশহরে পুলিশ পরিচয় দিয়ে দুই প্রবাসীর গাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল প্রবাসী ও তার পরিবারের লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকারসহ মালামাল লুট করে নিয়ে গেছে।

মঙ্গলবার (৭ জানুয়ারি) ভোরে পূর্বাচল উপশহরের ৩০০ ফুট সড়কের ৪নং ব্রিজের কাদিরারটেক ও লেংটার মাজার এলাকায় পৃথক ডাকাতির ঘটনা ঘটে।

রূপগঞ্জ উপজেলার ভোলাবো ইউনিয়নের পূবেরগাঁও এলাকার ইজ্জত আলীর ছেলে মালয়েশিয়া প্রবাসী ভুক্তভোগী আমজাদ হোসেন জানান, মঙ্গলবার ভোর ৪টার দিকে মালয়েশিয়া থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। পড়ে স্ত্রী ফাহিমা আখতার ও বাবা ইজ্জত আলীকে নিয়ে একটি মাইক্রোবাসে করে নিজ বাড়ি পুবেরগায়ের উদ্দেশ্যে রওনা হন। ভোর সোয়া ৫টার দিকে পূর্বাচল উপশহরের ৩০০ ফুট সড়কের ৪নং ব্রিজের কাদিরারটেক এলাকায় আসা মাত্র একটি সাদা মাইক্রোবাস যোগে একদল ডাকাত নিজেদের পুলিশ পরিচয় দিয়ে প্রবাসী আমজাদ হোসেনের গাড়িটিকে গতিরোধ করে। পরে আমজাদ হোসেনের মাথায় পিস্তল ঠেকিয়ে এবং গাড়িতে থাকা অন্যান্য সদস্যদের অস্ত্র মুখে জিম্মি করে ফেলে। এ সময় গাড়ি চালক রিফাতকে মারপিট করা হয়। পরে সাথে থাকা মোবাইল সেট, স্বর্ণের হার, চেইন, কানের দুল, নগদ টাকাসহ প্রায় ৮ লাখ টাকার মালামাল লুট করে মাইক্রোবাসে করে পালিয়ে যায়।

অপরদিকে, মৌলভীবাজার জেলার সদর উপজেলার পাদুনাথপুর এলাকার আব্দুল হান্নানের ছেলে দুবাই প্রবাসী ভুক্তভোগী আব্দুল কাদির জানান, তিনিও ভোরে দুবাই থেকে হরযত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। পরে ছোট ভাই ফয়েজ মিয়া ও ছোট ভাইয়ের বন্ধু রুহুল আমিনকে নিয়ে একটি মাইক্রোবাসযোগে নিজ বাড়িতে ফিরছিলেন আব্দুল কাদির। একই কায়দায় উপশহরের ৩০০ ফুট সড়কের লেংটার মাজার এলাকায় এসে পৌঁছালে সিলভার কালার একটি মাইক্রোবাস যোগে এসে পুলিশ পরিচয় দিয়ে একদল ডাকাত প্রবাসী আবদুল হান্নানের মাইক্রোবাসটি গতিরোধ করে। পরে তাদের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণলঙ্কার, নগদ টাকা, মোবাইল সেট, মালামাল ভর্তি লাগেজসহ প্রায় ৪ লাখ ৭৮ হাজার টাকা লুটে নেয়। পরে তাদেরকে ফেলে রেখে ডাকাত দল কাঞ্চন ব্রিজ এলাকার দিকে পালিয়ে যায়।

এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন, এ ধরনের ঘটনার অভিযোগ পেয়েছি। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার ও মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।


আরো সংবাদ



premium cement