কিশোরগঞ্জে উন্নত পদ্ধতিতে ইট উৎপাদন বিষয়ে মতবিনিময়
- কিশোরগঞ্জ প্রতিনিধি
- ০৭ জানুয়ারি ২০২৫, ১৭:০১
কিশোরগঞ্জে 'নির্মল বায়ু এবং সুস্বাস্থ্যের জন্য উন্নত পদ্ধতিতে ইট উৎপাদন প্রক্রিয়া সম্প্রসারণ প্রকল্প' বিষয়ে অংশীজনদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরের দিকে আইসিডিডিআরবির আয়োজনে ও বুয়েট, গ্রিনটেক নলেজ সলিউশন ও স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির সহয়োগিতায় জেলা প্রশাসন সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
এ সময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ জেলা প্রশাসক ফৌজিয়া খান।
সভায় জানানো হয়, বাংলাদেশে প্রায় আট হাজার ইটভাটা রয়েছে। এর মধ্যে ৯০ ভাগ জিগজাগ হলো ভাটা। আর কিশোরগঞ্জে ১০৪টি ইটভাটা, এর মধ্যে ১০২টি জিগজাগ ভাটা রয়েছে। দেশের ইট ভাটাগুলো বছরে প্রায় ১০ মিলিয়ন টন কার্বনডাইঅক্সাইড ও ৫০ হাজার টন অতিক্ষুদ্র বস্তুকণা (পিএম দুই দশমিক পাঁচ) নিঃসরণ করে। এতে বাতাস দূষিত হচ্ছে। মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। ধুলোর দূষণ রুখতে তাই ইটভাটাগুলোতে ডাবল জিকজাগ (কম ঘনত্বে ইট সাজানো) প্রযুক্তি ব্যবহার করতে হবে। এছাড়া ইট পোড়ানোর সময় একজন ফায়ারম্যান দিয়ে নিরবিচ্ছিন্নভাবে কয়লা দেয়া, ভাটার উপরে অধিক পুরুত্বের রাবিশ দিয়ে ঢেকে দেয়া, ভাটার প্রবেশপথে অধিক পুরুত্বের দেয়াল রাখা এবং শুধুমাত্র প্রথমদিকের চেম্বারে কয়লার সাথে কাঠের গুঁড়ো ব্যবহার করতে হবে।
এতে ভাটাগুলোতে প্রতি লাখ ইট উৎপাদনে কয়লার ব্যবহার ২৪ ভাগ হ্রাস পাবে। একটি ইটভাটায় প্রতি সিজনে ৪৫ লাখ টাকার কয়লা খরচ বাঁচবে। কার্বনডাইঅক্সাইড নিঃসরণ ২১ ভাগ হ্রাস পেয়ে প্রতি ভাটায় বছরে ৩৮২ টন কার্বনডাইঅক্সাইড নিঃসরণ কমবে। প্রতি সিজনে ভাটাপ্রতি (পিএম দুই দশমিক পাঁচ) ২১ ভাগ হ্রাস পাবে অর্থাৎ ভাটা প্রতি এক টন (পিএম দুই দশমিক পাঁচ) কম উৎপন্ন হবে। এতে ১ নম্বর ইট উৎপাদন ১৪ দশমিক দু’ভাগ বৃদ্ধি পাবে। ফলে বাতাসের দূষণ অনেকাংশে কমে যাবে। ইট ভাটার মালিকেরা আর্থিকভাবেও লাভবান হবে।
সভায় মাল্টিমিডিয়ায় ডাবল জিগজাগসহ উন্নত পদ্ধতিতে ইট উৎপাদনের প্রযুক্তি উপস্থাপন করেন আইসিডিডিআরবির ফিল্ড রিসার্চ ম্যানেজার মোহাম্মদ রফি উদ্দিন। অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন আইসিডিডিআরবির রিসার্চ ইনভেস্টিগেটর ড. মেফতাহ উদ্দিন মাহমুদ। এ সময় আরো বক্তব্য দেন প্রজেক্ট কো-অর্ডিনেটর ড. মো: মাহবুবুর রহমান।
অনুষ্ঠানে কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজাবে রহমত, এনডিসি রওশন কবির, এলজিডি নির্বাহী প্রকৌশলী মো: আমিরুল ইসলাম, গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মহিউদ্দিন জাহাঙ্গীর, কিশোরগঞ্জ ইটভাটা মালিক সমিতির সভাপতি খালেদুজ্জামান, ইউরেকা ব্রিকসের স্বত্বাধিকারী মোস্তফা কামাল, কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রস্তাবের সভাপতি আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক মো: আল আমিন প্রমুখ উপস্থিত ছিলেন।