জানা গেল কেরানীগঞ্জ থেকে উদ্ধার হওয়া লাশের পরিচয়
- দোহার (ঢাকা) সংবাদদাতা
- ০৭ জানুয়ারি ২০২৫, ১৬:৩২
ঢাকার কেরানীগঞ্জ উপজেলার শাক্তা ইউনিয়ন থেকে গত সোমবার এক ব্যক্তির (৬০) লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত ব্যক্তির পরিচয় শনাক্তে ছবি দিয়ে সাথে থাকা আইডিকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়া হয়। তবে ভোটার আইডি কার্ডের ঠিকানা অনুযায়ী ছবির ব্যক্তির সাথে মিল না থাকায় এ নিয়ে জটিলতা দেখা দেয়।
ভোটার আইডির তথ্য অনুযায়ী, চর জয়পাড়া এলাকার ব্যক্তি মিজানুর রহমান এবং তিনি প্রবাসে রয়েছেন বলে জানা যায়।
তবে নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের জন্য নানাভাবে চেষ্টা চালিয়ে যান নয়া দিগন্তের এ প্রতিবেদক। তিনি এক পর্যায়ে খুঁজে বের করেন নিহতের পরিবার। আজ সকালে নিহত ব্যক্তির নিজ বাড়ি ঢাকার দোহার উপজেলার রাইপাড়া ছনটেক এলাকায়। তার পরিবারের সাথে কথা বলে বিষয়টি নিশ্চিত করেন প্রতিবেদক।
নিহতের বড় ছেলে মো: সাজ্জাদ হোসাইন জানান, ‘তার বাবা শামীম আজাদ শফি রোববার দুপুরে দোহার উপজেলার রাইপাড়া ছনটেক নিজ বাড়ি থেকে কেরানীগঞ্জ পাসপোর্ট অফিসের উদ্দেশ্যে রওনা দেন। রাতে বাড়ি না ফেরায় আমরা বাবার ব্যবহৃত মোবাইলফোনে যোগাযোগের চেষ্টা করা হলে বন্ধ পাওয়া যায়।’
তিনি আরো জানান, ‘সোমবার সকাল সাড়ে ৮টায় বাবার ফোনে আবার ফোন দিলে সেটি রিসিভ করেন কেরানীগঞ্জ মডেল থানার এসআই বদিয়ার রহমান। পরে লাশ রিসিভ করি।’
হত্যাকাণ্ডের বিষয়ে জানতে চাইলে নিহতের ছেলে সাজ্জাদ হোসাইন জানান, ‘গত কয়েক দিন ধরে আমাদের সাথে জমিজমা নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড হতে পারে।’
ছবির সাথে আইডির ব্যক্তির বিষয়টি সম্পর্কে সাজ্জাদ জানান, ‘আমার বাবা বিদেশে থাকতেন। দেশে আসার পর বিভিন্ন মানুষের পাসপোর্ট ও ভোটার আইডি কার্ড সংশোধনের কাজ করে দিতেন।’
কেরানীগঞ্জ মডেল থানার এসআই বদিয়ার রহমান জানান, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে শামীম আজাদ শফির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়। একটি জিডি করা হয়েছে। পরিবারের লোকজন থানায় আসার পর মামলা করা হবে।’