সাভারে বিপিএটিসি’র কর্মকর্তা সড়ক দুর্ঘটনায় নিহত
- সাভার (ঢাকা) সংবাদদাতা
- ০৭ জানুয়ারি ২০২৫, ১৫:৩০
সাভারে বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) এক কর্মকর্তা সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।
মঙ্গলবার (৭ জানুয়ারি) সকালে চিকিৎসাধীন অবস্থায় সাভারের এনাম মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে মারা যান তিনি।
বিপিএটিসি’র সহকারী প্রোগ্রামার হিসেবে কর্মরত ছিলেন নিহত রুস্তম রব্বানী (৫০)।
হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা যায়, গত রোববার ঢাকা-আরিচা মহাসড়কে ওয়েলকাম পরিবহন ধাক্কা দিলে রুস্তম আহত হয়। পরে হাসপাতালে ভর্তি করলে তিন দিন পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। কর্মকর্তা নিহতের খবর পেয়ে সকালে বিপিএটিসি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা বেশ কয়েকটি ওয়েলকাম পরিবহনের বাস জব্দ করেছেন।
সাভার হাইওয়ে থানা পুলিশের ডিউটি অফিসার (এসআই) আনজিল আহমেদ নয়া দিগন্তকে এ খবর নিশ্চিত করেছেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা