পুরানা পল্টনে ৪ তলা ভবনের আগুন নিয়ন্ত্রণে
- নয়া দিগন্ত অনলাইন
- ০৭ জানুয়ারি ২০২৫, ১২:৩৩
রাজধানীর পুরানা পল্টনে চারতলা ভবনের ল’চেম্বারে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
ফায়ার সার্ভিস জানায়, আজ সকাল সোয়া ৯টার দিকে পুরানা পল্টনের মানিকগঞ্জ হাউস নামের চারতলা ভবনের দোতলায় আগুন লাগে। ভবনে একটি ল’ চেম্বার আছে, সেখানেই আগুন লাগে।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম বলেন, সকাল ৯টা ১৭ মিনিটে তারা আগুন লাগার কথা জানতে পারেন। সাত মিনিটের মধ্যে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের সদস্যরা চলে যান।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়, আগুন নেভাতে ছয়টি ইউনিট কাজ করে। সকাল সাড়ে ১০টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
আগুন লাগার কারণ সম্পর্কে কোনো তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা