০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১, ৭ রজব ১৪৪৬
`

গজারিয়ায় কলিম উল্লাহ কলেজে নবীনবরণ অনুষ্ঠানে জয় বাংলা স্লোগান

- ছবি : নয়া দিগন্ত

মুন্সীগঞ্জের গজারিয়ায় কলিম উল্লাহ কলেজের নবীনবরণ অনুষ্ঠানে জয় বাংলা স্লোগান দেয়া হয়েছে। তবে স্লোগান কারা দিয়েছে তাদের পরিচয়ের বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করেছেন কলেজ কর্তৃপক্ষ।

সোমবার (৬ জানুয়ারি) গজারিয়া কলিম উল্লাহ কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানের নির্ধারিত তারিখ ছিল। অনুষ্ঠান শুরু হওয়ার কিছুক্ষণ পর অতিথিদের পরিচয়পর্বের একপর্যায়ে শিক্ষার্থীদের মধ্য থেকে জয় বাংলা স্লোগান দেয় কয়েকজন। তারা সাধারণ শিক্ষার্থী নাকি নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মী তা নিশ্চিত হওয়া যায়নি।

তাৎক্ষণিকভাবে এ ঘটনার প্রতিবাদ জানান অনুষ্ঠানের বিশেষ অতিথি গজারিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও কলেজটির সাবেক শিক্ষক অধ্যাপক এ কে এম গিয়াস উদ্দিন।

এ সময় অতিথি হিসেবে মঞ্চে উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি রফিকুল ইসলাম ভিপি মাসুম, গজারিয়া উপজেলা বিএনপির সদস্যসচিব আব্দুর রহমান শফিক, নাট্যঅভিনেতা রফিক উল্লাহ সেলিম, এ এ ফ এম হামিদুল্লাহ সুমন প্রমুখ।

এ ঘটনার প্রতিবাদ জানিয়ে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি রফিকুল ইসলাম ভিপি মাসুম মাসুম বলেন, ‘কেন জয় বাংলা স্লোগান দেয়া হয়েছে তা আমরা জানি। আর কারা জয় বাংলা স্লোগান দিয়েছে তাও আমরা ধরতে পেরেছি। আপনারা আমাদের বোকা মনে করবেন না। পরাজিত শক্তির দোসরদের আমরা ছেড়ে দেব না। যারা এই কাজ করেছে আমি তাদের খুঁজে বের করার নির্দেশ দিয়েছি।’

গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আনোয়ার আলম আজাদ বলেন, ‘এরকম কোনো ঘটনা আমার জানা নেই। আমি খোঁজখবর নিয়ে দেখছি।’

মুন্সীগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শরীফ উল্যাহর কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। আপনাদের কাছ থেকে আমি প্রথম শুনলাম। খবর নিয়ে দেখছি।’


আরো সংবাদ



premium cement