০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১, ৭ রজব ১৪৪৬
`

মুন্সীগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

- ছবি : নয়া দিগন্ত

মুন্সিগঞ্জ সদরের বজ্রযোগিনী এলাকায় বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় আবুল বাশার মোল্লা (৮৮) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।

সোমবার (৬ জানুয়ারি) সকাল ১০টার দিকে বজ্রযোগিনী ইউনিয়নের ভট্টাচার্য পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত আবুল বাশার মোল্লা (৮৮) মুন্সিগঞ্জ সদরের বজ্রযোগিনী ইউনিয়নের ভট্টাচার্য পাড়ার মরহুম জলিল মোল্লার ছেলে।

জানা যায়, দুর্ঘটনার পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ওই বৃদ্ধকে উদ্ধার করে বেলা ১১টার দিকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে আনলে চিকিৎসারত অবস্থায় তিনি মারা যান।

অপরদিকে মোটরসাইকেল চালক ও দু’জন আরোহী গণপিটুনিতে মারাত্বক আহত হন। পরে তাদের মধ্যে দু’জনকে টঙ্গীবাড়ি উপজেলা স্বাস্থ্য উপজেলা কমপ্লেক্সে ভর্তি করা হয়। অপরদিকে চালক স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেছেন।

মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম জানান, এ ঘটনায় নিহত বৃদ্ধ ছাড়াও মোটরসাইকেল চালক আহত হয়েছেন। পরিবারের অভিযোগ সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আরো সংবাদ



premium cement