পূর্বাচলে নারীর লাশ উদ্ধার
- রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
- ০৬ জানুয়ারি ২০২৫, ১২:৫১
নারায়ণগঞ্জের রূপগঞ্জ পূর্বাচল থেকে অজ্ঞাত পরিচয়ের এক নারীর লাশ উদ্ধার করা হয়।
সোমবার (৬ জানুয়ারি) সকাল ৭টার দিকে পূর্বাচলের গুতিয়াবো ভুইয়া ব্রিজের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রূপগঞ্জ থানার এসআই জাহাঙ্গীর আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ওই নারীর লাশ উদ্ধার করে পুলিশ।
নারায়ণগঞ্জ জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার (গ সার্কেল) মেহেদী ইসলাম বলেন, ‘রাতের যেকোনো সময় দূর্বৃত্তরা ওই (২৫) নারীকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করে। পরে গুমের উদ্দেশ্যে এখানে ফেলে রেখে গেছে বলে ধারণা করা হচ্ছে। লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় সনাক্ত ও ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।’