০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১, ৬ রজব ১৪৪৬
`

আড়াইহাজারে গ্রামবাসীর বসতঘরে হামলা ‘গণপিটুনিতে নিহত ডাকাত সহযোগীদের’

আড়াইহাজারে বসতঘরের দৃশ্য - ছবি : নয়া দিগন্ত

নারায়ণগঞ্জের আড়াইহাজারে গণপিটুনিতে নিহত আন্তঃজেলা ডাকাতদলের সদস্য মুকুলের অনুসারীরা গ্রামবাসীদের বসতঘরে হামলা করেছে বলে জানা গেছে। এ সময় কয়েকটি বসতঘরে ভাংচুর ও লুটপাট চালিয়েছে তারা।

রোববার (৫ জানুয়ারি) ৩টার দিকে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের জোগারদিয়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এ সময় খবর পেয়ে আড়াইহাজার থানা পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গেলে তারা পালিয়ে যায়।

স্থানীয়রা জানায়, গত শুক্রবার মধ্যরাতে সংঘবদ্ধ একটি ডাকাতদল জোগারদিয়া চকে স্থানীয় এক সেচ পাম্পের ড্রেনের উপর বসে ডাকাতির প্রস্তুতি নেয়ার সময় ৪০০ থেকে ৫০০ এলাকাবাসী ডাকাতদলকে ঘেরাও করে। এ সময় সাত থেকে আটজন ডাকাত পালিয়ে গেলেও ডাকাত মুকুলকে আটক করে উত্তেজিত গ্রামবাসী গণপিটুনি দিলে ঘটনাস্থলে তিনি মারা যান।

আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) এনায়েত হোসেন জানান, ‘নিহত মুকুল আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। তার বিরুদ্ধে আড়াইহাজারসহ বিভিন্ন থানায় চার ডাকাতি ও একটি বিশেষ আইনে মামলা রয়েছে। এসব মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে। এর জের ধরে নিহত মুকুলের অনুসারীরা জোগারদিয়া এলাকায় অতর্কিতভাবে গ্রামবাসীর বসতঘরে হামলা শুরু করে। এ সময় ওই গ্রামের রেজাউল করিমের বসতবাড়ি ও টেক্সটাইল মিলে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে। এতে আনুমানিক তিন লাখ টাকার মালামালের ক্ষতি হয়েছে বলে জানান রেজাউল। এছাড়া ওই গ্রামের হিমেল মিয়া, আবু সিদ্দীক ও সোহেল মিয়ার বাড়িতেও হামলা চালিয়ে ভাঙচুর করে তারা।’

আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) এনায়েত হোসেন জানান, ‘খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছে। গ্রামে গ্রুপিং থাকার কারণে এ ঘটনা ঘটেছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।‘


আরো সংবাদ



premium cement