আওয়ামী লীগ গায়ের জোরে দেশ পরিচালনা করেছে : সালাউদ্দিন বাবু
- তুহিন আহামেদ, আশুলিয়া (ঢাকা)
- ০৫ জানুয়ারি ২০২৫, ২০:২৮
আওয়ামী লীগ গায়ের জোরে দেশ পরিচালনা করেছে মন্তব্য করে বিএনপির সহ-পরিবার কল্যাণবিষয়ক সম্পাদক ও ঢাকা-১৯ আসনের এমপি ডা. দেওয়ান মো: সালাউদ্দিন বাবু বলেছেন, ‘ আওয়ামী লীগ গণতন্ত্রের কথা বলে দিনের ভোট রাতে দিয়েছে। জনগণ ভোট কেন্দ্রে যায়নি। ভোটের অধিকার থেকে বঞ্চিত হয়েছে।’
রোববারব (৫ জানুয়ারি) বিকেলে আশুলিয়া থানা বিএনপির উদ্যোগে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষে শ্রীপুর বালুরমাঠ এলাকায় আয়োজিত কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
সালাউদ্দিন বাবু বলেন, ‘দেশের জনগণ পাঁচ ভাগ ভোট দিতে পারে নাই। জনগণ ভোট দিতে গিয়েছে, কিন্তু ভোট দিতে পারে নাই।’
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মামলা সম্পর্কে তিনি বলেন, ‘আমাদের নেতা তারেক রহমানের সকল মামলা প্রত্যাহার না হলে নতুন করে আন্দোলন করব। এ সময় সব মামলা প্রত্যাহারের দাবি জানান তিনি।’
তিনি আরো বলেন, ‘এখনো আমাদের নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা হচ্ছে। মিথ্যা মামলা দিচ্ছে। মামলা দিয়ে কোনো লাভ নেই। মামলা দিয়ে কাউকে আটকানো যাবে না।’
এ সময় আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গফুর মিয়ার সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বিএনপির যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ এবং প্রধান বক্তা ছিলেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক।
এছাড়া বিশেষ অতিথি ছিলেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি খন্দকার শাহ মাইনুল হোসেন বিল্টু, সিনিয়র যুগ্ম-সম্পাদক সামসুল ইসলাম, সাভার থানা বিএনপির সভাপতি সাইফ উদ্দিন সাইফুল প্রমুখ। এ সময় সাভার ও আশুলিয়া থানা বিএনপি ও তার অংগসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা