০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১, ৬ রজব ১৪৪৬
`

জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স ও ডিগ্রি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল

জাতীয় বিশ্ববিদ্যালয় - ছবি : সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৩ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্সের প্রথম বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি করা হয়েছে। এছাড়া ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে মাস্টার্স (প্রফেশনাল) কোর্সে ভর্তি আবেদনের সময়ও বাড়ানো হয়েছে।

রোববার (৫ জানুয়ারি) জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো: মোস্তাফিজুর রহমান এ তথ্য জানান।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি জানান, অনলাইনে ফরম পূরণের মাধ্যমে আবেদন করার তারিখ (শিক্ষার্থীদের) ৬ জানুয়ারি ২০২৫ থেকে ১৩ জানুয়ারি ২০২৫ এবং প্রিন্ট করা ফরম কলেজে জমা দেয়ার শেষ তারিখ (শিক্ষার্থীদের) ১৪ জানুয়ারি ২০২৫ করা হয়েছে।

শিক্ষার্থীদের ডাটা নিশ্চয়নের তারিখ (কলেজ) আগামী ১৫ জানুয়ারি থেকে ১৬ জানুয়ারি এবং সোনালী সেবার মাধ্যমে টাকা/ফি জমা দেয়ার তারিখ (কলেজ) ১৯ জানুয়ারি থেকে ২০ জানুয়ারি ২০২৫ করা হয়েছে। বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.ac.bd/www.nubd.info) থেকে পাওয়া যাবে।

২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে মাস্টার্স (প্রফেশনাল) কোর্সে ভর্তি আবেদনের সময়বৃদ্ধি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মাস্টার্স (প্রফেশনাল) কোর্সে পাঠদানকারী কলেজগুলোতে চলমান শিক্ষাবর্ষ অনুযায়ী এলএলবি প্রথম পর্ব (২০২৪-২৫), পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন জার্নালিজম (২০২৪-২৫), পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স (২০২৪-২৫), এমবিএ ইন অ্যাপারেল মার্চেন্ডাইজিং (২০২৩-২৪) ও এমবিএ ইন ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজী (২০২৩-২৪) কোর্সগুলোতে অনলাইন প্রাথমিক আবেদনের সময় ১২ জানুয়ারি ২০২৫ তারিখ রাত ১২টা পর্যন্ত বাড়ানো হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইট (www.nu.ac.bd/admissions) থেকে আগ্রহী প্রার্থীদের অনলাইনে প্রাথমিক আবেদন ফরম পূরণ করতে হবে এবং প্রাথমিক আবেদন ফি বাবদ ৩০০ টাকা কলেজ নির্ধারিত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অথবা সরাসরি ১৩ জানুয়ারি ২০২৫ তারিখের মধ্যে অবশ্যই জমা দিতে হবে। এই শিক্ষা কার্যক্রমে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস ১০ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ থেকে শুরু হবে বলে জানানো হয়।

এছাড়া অনলাইন প্রাথমিক আবেদন ফরম পূরণ ও প্রিন্ট/পিডিএফ কপি সংগ্রহ করার সর্বশেষ তারিখ আগামী ১২ জানুয়ারি ২০২৫। কলেজ থেকে প্রাথমিক আবেদন ফরম অনলাইনে নিশ্চয়ন করার সর্বশেষ তারিখ ১৪ জানুয়ারি ২০২৫। কলেজ থেকে প্রাথমিক আবেদন ফি’র জাতীয় বিশ্ববিদ্যালয়ের অংশ (আবেদনকারী প্রতি ২০০ টাকা হারে) যেকোনো সোনালী ব্যাংক শাখায় জমা দেয়ার তারিখ ১৫ জানুয়ারি ২০২৫ থেকে ২১ জানুয়ারি ২০২৫ পর্যন্ত।

এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইট (www.nu.ac.bd/admissions) Prospectus/Important Notice থেকে জানা যাবে।


আরো সংবাদ



premium cement