ঘিওরে ডেরা রিসোর্ট বন্ধের দাবিতে মানববন্ধন
মাদক, দেহব্যবসা ও জোর করে জমি দখলের অভিযোগ- ঘিওর (মানিকগঞ্জ) সংবাদদাতা
- ০৫ জানুয়ারি ২০২৫, ১৭:১৫
মানিকগঞ্জের ঘিওরে ডেরা রিসোর্ট অ্যান্ড স্পা সেন্টারে অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে মানববন্ধন করা হয়েছে।
রোববার (৫ জানুয়ারি) বেলা ১১টায় উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নের পুরান গ্রামে অবস্থিত ডেরা রিসোর্ট অ্যান্ড স্পা সেন্টারের সামনে এ মানববন্ধন করা হয়। এতে অন্তত ১০ গ্রামের কয়েক শত নারী-পুরুষ অংশ নেয়।
মানবন্ধনে বক্তারা বলেন, ‘ডেরা রিসোর্ট বিগত স্বৈরাচার সরকারের আমলে প্রভাবশালী নেতাদের ছত্রছায়ায় অসৎ উদ্দেশে গড়ে ওঠে। শুরুতে গরুর ফার্ম করার নামে অদৃশ্য ক্ষমতার বলে জোরপূর্বক জমি ক্রয় ও দখল করে। পরে রিসোর্ট স্থাপন করা হয়। রিসোর্টে বিনোদন ও অবকাশ যাপনের অন্তরালে চলছে মাদক, নারী দিয়ে দেহব্যবসাসহ সব অনৈতিক ও অসামাজিক কার্যকলাপ।’
এসময় তারা অবিলম্বে ডেরা রিসোর্ট অ্যান্ড স্পা বন্ধের দাবি করেন।
এ বিষয়ে ডেরা রিসোর্ট অ্যান্ড স্পা সেন্টারের অপারেশন ম্যানেজার ওমর ফারুক বলেন, ‘আমরা সরকারি নিয়ম-কানুন মেনেই এই রির্সোট পরিচালনা করছি। এই রির্সোটে কোনো অসামাজিক কার্যকলাপ হয় না। যদি কোনো জমির মালিক আমাদের কাছে টাকা পায়, আমাদের সাথে যোগাযোগ করলে আমরা তাদের জমির টাকা দিয়ে দিব।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা